পুঁজিবাজারে গতি ফিরছে, ১৩শ কোটির বেশি লেনদেন

শেয়ারবাজারে চাঙ্গাভাব, একদিনে লেনদেন ১,৩২১ কোটি টাকা
ক্রমে ঘুরে দাঁড়াচ্ছে দেশের শেয়ারবাজার। শেয়ারদর বাড়তে থাকায় নতুন বিনিয়োগে আগ্রহী হচ্ছেন অনেকে। এতে লেনদেনও বাড়ছে। গতকাল রোববার ঢাকা ও চট্টগ্রাম—দুই শেয়ারবাজার মিলে মোট ১,৩২১ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। এটি গত বছরের ১১ আগস্টের পর সর্বোচ্চ লেনদেন।
গত বছরের প্রেক্ষাপট
জুলাইয়ের গণঅভ্যুত্থানে সরকার পরিবর্তনের পর ২০২৪ সালের ৬ থেকে ১১ আগস্ট পর্যন্ত টানা চার দিন ব্যাপক উত্থান দেখা দিয়েছিল শেয়ারবাজারে। এর মধ্যে ১১ আগস্ট লেনদেন দুই হাজার কোটি টাকা ছাড়ায়। তবে এরপর দরপতন শুরু হলে ধীরে ধীরে লেনদেন কমে গত মে মাসে নেমে আসে ২০০ কোটির ঘরে।
বাজারে ফের চাঙ্গাভাব
চলতি বছরের বাজেট ঘোষণাকে ঘিরে জুনের শুরু থেকে ধীরে ধীরে ঘুরে দাঁড়ায় শেয়ারবাজার। এর ধারাবাহিকতায় গতকাল শুধু ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) ১,২৯৮ কোটি টাকার শেয়ার কেনাবেচা হয়েছে। চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জে (সিএসই) লেনদেন হয়েছে ২৩ কোটি টাকার শেয়ার।
খাতভিত্তিক চিত্র
ওষুধ ও রসায়ন এবং বস্ত্র খাতে মোট ৩৫০ কোটি টাকার শেয়ার লেনদেন হয়েছে, যা মোট লেনদেনের ২৭ শতাংশ। তবে এ খাতের ৩৮ কোম্পানির শেয়ারদর বাড়লেও ৪১টির দর কমেছে।
ব্যাংক খাতে লেনদেন হয়েছে প্রায় ১৩৬ কোটি টাকার। এ খাতের ১৮ কোম্পানির শেয়ারদর বেড়েছে, আর ৪টির কমেছে। এতে সূচকে যোগ হয়েছে ২৮ পয়েন্ট।
আর্থিক প্রতিষ্ঠান ও বীমা খাতের অধিকাংশ শেয়ারের দাম বেড়েছে।
সব খাতের মিশ্রধারা সত্ত্বেও প্রধান সূচক ডিএসইএক্স ৭৬ পয়েন্ট বেড়ে ৫,৫৯৪ পয়েন্টে পৌঁছেছে।