পাখিদের বসবাস-করতে হবে নিরাপদ দাবীতে রাতারগুল মটরঘাটে জন-সাধারণ সভা অনুষ্ঠিত

পাখিদের বসবাস-করতে হবে নিরাপদ দাবীতে রাতারগুল মটরঘাটে ৪ সেপ্টেম্বর বৃহস্পতিবার মটরঘাট মাজার টিলা পাখি সুরক্ষা কমিটির ডাকে মটরঘাট নদীঘাটে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে এক জন-সাধারণ সভা অনুুষ্ঠিত হয়।
সভায় বক্তাগণ বলেন,মটরঘাট মাজার টিলায় বিভিন্ন প্রজাতির হাজারো পাখির বসবাস রয়েছে। কিন্তু এখানে স্থানীয় কয়েক দূর্বৃত্ত বিষ ফেলে টোপ দিয়ে পাখি শিকার করছে। এছাড়া এলাকার অনেক লোকজন পাখিদের বসবাস নিরাপদ করতে সচেতন নয়। বক্তারা বেআইনী ভাবে বিষ ফেলে বন্যপ্রাণি নিধনকারী দূর্বৃত্তদের অবিলম্বে আইনের আওতায় আনার দাবী জানান।
মটরঘাট মাজার টিলা পাখি সুরক্ষা কমিটির
সভাপতি জামাল উদ্দিনেরুে সভাপতিত্বে ও সেক্রেটারি আশরাফুল ইসলামের পরিচালনায় এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন, সিলেট সদর জালালাবাদ ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান জালাল আহমদ। প্রধান বক্তা হিসাবে বক্তব্য দেন, গোয়াইনঘাট উন্নয়ন ফোরামের চেয়ারম্যান আনোয়ার হোসাইন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, রাতারগুল বন কর্মকর্তা মাসুম বিল্লাহ। অন্যান্যদের মধ্যে সুরক্ষা কমিটির সহ-সভাপতি আব্দুর রহমান, জয়েন্ট সেক্রেটারি রফিকুল ইসলাম, ক্যাশিয়ার নুর মিয়া,সদস্য আমিনুল হক,আবু বকর, নিজাম উদ্দিন প্রমুখ বক্তব্য রাখেন।