নগরীর মিয়া ফাজিল চিশত এলাকায় উঠান বৈঠক

নির্বাচিত হলে সিলেটের জলাবদ্ধতা
দূর করাই হবে আমার প্রধান লক্ষ্য
----- মাওলানা হাবিবুর রহমান
জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শুরা সদস্য, সিলেট জেলা আমীর ও সিলেট-১ (মহানগর ও সদর) আসনের জামায়াত মনোনীত এমপি প্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, প্রতিবছর বর্ষাকাল এলেই অল্প বৃষ্টিতে সিলেটে জলাবদ্ধতার সৃষ্টি হয়, নগরী ডুবে যায়। এতে করে নগরীর বাসিন্দারা বিপাকে পড়েন। নগরীর এই সমস্যা দূর করতে এখনো দৃশ্যমান কোনো পদক্ষেপ দেখা যায় নি। আপনারা যদি আমাকে দাঁড়িপাল্লায় ভোট দিয়ে সিলেটের গুরুত্বপূর্ণ এই আসনে নির্বাচিত করেন, তাহলে আমি সিলেট মহানগর ও সদরের জলাবদ্ধতা দূর করাই হবে আমার প্রধান লক্ষ্য ও উদ্দেশ্য।
বৃহস্পতিবার রাতে সিলেট নগরীর ১নং ওয়ার্ডের মিয়া ফাজিল চিশত এলাকায় দাঁড়িপাল্লার সমর্থনে আয়োজিত উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, আমাকে ভোট দিয়ে আপনারা নির্বাচিত করে সংসদে প্রতিনিধি হিসেবে পাঠালে আমি জাতীয় ও আন্তর্জাতিক পরামর্শক নিয়োগ করে সর্বাধুনিক যন্ত্রপাতি ব্যবহার করে সুরমা নদীর নাব্যতা ফিরিয়ে আনার চেষ্টা করবো। নগর ও সদরের মধ্য দিয়ে বয়ে যাওয়া খালসমূহকে নিয়মিত খনন ও পরিচ্ছন্নতার অধীনে নিয়ে আসা হবে। খালসমুহের পানির প্রবাহ নিয়মিত রাখতে এবং নান্দনিক রূপ ফিরিয়ে এনে সৌন্দর্য বৃদ্ধিতে কার্যকর ব্যবস্থা নেয়া হবে। খাল দখলমুক্ত করা হবে। ড্রেন সমূহকে পরিকল্পিত প্রয়োজনীয় সংস্কার করা হবে ইনশাআল্লাহ।
ওর্য়াড সভাপতি মোয়াজ্জেম হোসেনের সভাপতিত্বে ও তাজুল ইসলামের সঞ্চালনায় উঠান বৈঠকে বিশেষ অতিথির বক্তব্য রাখেন- মহানগর জামায়াতের নায়েবে আমীর ড. নুরুল ইসলাম বাবুল, মহানগর জামায়াত নেতা মাওলানা আব্দুল মুকিত, মু. আজিজুল ইসলাম, সাবেক কাউন্সিলর রাজিক আহমদ, শফিকুর রহমান ও ফয়সল আহমদ প্রমূখ।
এদিন রাতে তিনি কোতোয়ালী থানা পশ্চিমের ১২নং ওয়ার্ডের ভাঙ্গাটিকর এলাকায় সনাতন ধর্মাবলম্বীদের নিয়ে অনুষ্ঠিত সম্প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন।
এছাড়া তিনি শুক্রবার ২১নং ওয়ার্ডের সোনারপাড়া কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজ আদায় ও মুসল্লীদের সাথে সালাম বিনিময় করেন।
এর আগে শুক্রবারে সকালে খাদিম টি-এস্টেটের পরিশ্রমী চা শ্রমিকদের জীবন-সংগ্রাম ও প্রত্যাশার কথা জানতে তাদের কর্মস্থলে যান মাওলানা হাবিবুর রহমান। এসময় তিনি চা শ্রমিকদের সমস্যাগুলো মনোযোগ দিয়ে শোনেন এবং তাদের জীবনমান উন্নয়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেন। এসময় তিনি মানুষের পাশে থাকা—এটাই তার রাজনীতির মূল প্রতিশ্রুতি বলেও মন্তব্য করেন।
