আমার সিলেট
জাতীয়
১৭ ডিসেম্বর, ২০২৫

দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ , দোয়ার আহ্বান

THTahmid Hussain (প্রতিনিধি)
সিলেট সদর, সিলেট
৭০
দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার অনুরোধ , দোয়ার আহ্বান

সংগ্রহীত

উসমান হাদীকে ঘিরে সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন মহলে যে তথ্য ছড়ানো হচ্ছে, তা সত্য নয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। তারা দেশবাসীকে বিভ্রান্ত না হওয়ার জন্য অনুরোধ জানিয়েছেন।

বিবৃতিতে বলা হয়, উসমান হাদীর শারীরিক অবস্থা বর্তমানে অত্যন্ত সংকটাপন্ন। তিনি চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে রয়েছেন এবং তার চিকিৎসা কার্যক্রম অব্যাহত আছে।

এ অবস্থায় গুজবে কান না দিয়ে সঠিক তথ্য জানার পাশাপাশি উসমান হাদীর দ্রুত সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চাওয়া হয়েছে। সংশ্লিষ্টরা সবাইকে ধৈর্য ধারণ ও মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।

সূত্র: প্রেস উইং এবং ইনকিলাব মঞ্চ

মতামত (0)