তথ্য-প্রযুক্তির শক্তিকে মানবতার কল্যাণে কাজে লাগান - মাওলানা হাবিবুর রহমান

বাংলাদেশ জামায়াতে ইসলামী কেন্দ্রীয় মজলিশে শূরা সদস্য ও সিলেট জেলা আমীর, সিলেট-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা হাবিবুর রহমান বলেছেন, বর্তমান বিশ্বে প্রযুক্তি ও মিডিয়া এক গুরুত্বপূর্ণ শক্তি হিসেবে আবির্ভূত হয়েছে। প্রযুক্তি ও মিডিয়ার প্রভাবের বাইরে আমরা কেউই নয়। এর ইতিবাচক দিকের পাশাপাশি মারাত্মক নেতিবাচক দিকও রয়েছে। তিনি তথ্য-প্রযুক্তির অপব্যবহার বন্ধ করে এর শক্তিকে মানবতার কল্যাণে কাজে লাগানোর আহ্বান জানান।
তিনি বলেন প্রযুক্তির সহজলভ্যতা আমাদেরকে যেভাবে অনেক কাজ সহজ করে দিয়েছে ঠিক তেমনি এর অপব্যবহার করে সহজে অন্যের ক্ষতিসাধন করা, ভুল তথ্য ছড়িয়ে দেয়া, অশ্লীলতার ছড়াছাড়িও বেড়েছে। তিনি বলেন আমাদের সব কাজ হোক সত্য ও সুন্দরের জন্য। আমাদের কোন এক্টিভিটিজম যেন অন্যের আঘাতের কারন না হয়, অন্যের এক বিন্দুও ক্ষতির কারণ কারন না হয়। তিনি সোস্যাল মিডিয়া সহ তথ্য-প্রযুক্তি ও মিডিয়ার সকল সেক্টরে সবাইকে সত্য ও নায়ের পক্ষে ইতিবাচক ভূমিকার রাখার আহ্বান জানান।
মাওলানা হাবিবুর রহমান ৩০ আগস্ট শনিবার দুপুরে বাংলাদেশ জামায়াতে ইসলামী সিলেট জেলা শাখার উদ্যোগে আয়োজিত আইসিটি ও মিডিয়া লিডারশীপ ট্রেনিং ক্যাম্পে সভাপতির বক্তব্য রাখছিলেন। নগরীর একটি মিলনায়তনে আয়োজিত ট্রেনিং ক্যাম্পে এসময় বক্তব্য রাখেন সিলেট জেলা জামায়াত সেক্রেটারী ও সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব মো. জয়নাল আবেদীন, জেলা সহকারী সেক্রেটারী অধ্যক্ষ নজরুল ইসলাম, জেলা কর্মপরিষদ সদস্য আব্দুল কাইয়ুম, জামায়াতনেতা মাওলানা সাদিক সিকান্দার, ছাত্রশিবিরের সাবেক জেলা সভাপতি মারুফ আহমদ, সাবেক জেলা সভাপতি নাজমুল হাসান, জামায়াতনেতা রেজাউল করিম প্রমূখ।