আমার সিলেট
জাতীয়
২২ অক্টোবর, ২০২৫

ড্রাইভিং লাইসেন্স পেতে নিতে হবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৬
ড্রাইভিং লাইসেন্স পেতে নিতে হবে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ

ড্রাইভিং লাইসেন্স পেতে হলে স্বীকৃত প্রশিক্ষণকেন্দ্র থেকে কমপক্ষে ৬০ ঘণ্টার প্রশিক্ষণ বাধ্যতামূলক করা হচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়ের উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান। তিনি বলেন, সরকারের উদ্যোগে এসব প্রশিক্ষণের ব্যবস্থা করা হবে এবং প্রশিক্ষণার্থীদের ভাতাও দেওয়া হবে।

বুধবার সকালে রাজধানীর তেজগাঁওয়ে সড়ক ও জনপথ অধিদপ্তর মিলনায়তনে ‘জাতীয় নিরাপদ সড়ক দিবস-২০২৫’ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব তথ্য তুলে ধরেন। এ বছর দিবসটির প্রতিপাদ্য— ‘মানসম্মত হেলমেট ও নিরাপদ গতি, কমবে জীবন ও সম্পদের ক্ষতি’।

উপদেষ্টা বলেন, দেশের সড়কে দুর্ঘটনা ও যানজটের মূল কারণগুলোর অন্যতম হলো অপ্রশিক্ষিত চালক। তাই লাইসেন্স প্রদানের বর্তমান পদ্ধতি পরিবর্তন করে প্রশিক্ষণকেন্দ্রভিত্তিক নতুন ব্যবস্থা চালু করা হচ্ছে। স্বীকৃত প্রশিক্ষণ থাকবে বিআরটিসি, সেনাবাহিনী, পুলিশসহ সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানে। প্রশিক্ষণের মূল লক্ষ্য হবে সড়কের চিহ্ন বোঝা ও গাড়ি সঠিকভাবে পরিচালনা করা।

তিনি আরও জানান, বিআরটিএকে নিয়ন্ত্রক প্রতিষ্ঠান থেকে সেবামূলক সংস্থায় রূপান্তর করা হবে, যাতে সেবাগ্রহীতারা দ্রুত ও স্বচ্ছ সেবা পেতে পারেন। মোটরসাইকেল দুর্ঘটনা বেড়ে যাওয়ার প্রেক্ষাপটে সচেতনতা বাড়াতে বিভিন্ন এলাকায় ১০ হাজার মানসম্মত হেলমেট বিতরণ করা হবে বলেও উল্লেখ করেন তিনি।

এ ছাড়া সড়ক দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারের জন্য আইন অনুযায়ী ৫ লাখ টাকা ক্ষতিপূরণ দ্রুত পৌঁছে দেওয়ার প্রক্রিয়া জোরদার করার ঘোষণা দেন উপদেষ্টা।

মতামত (0)