ডিসির সাথে সিলেট অনলাইন মিডিয়ার সৌজন্য সাক্ষাৎ

ডিসি অফিসে ডিসি সারওয়ার আলমকে ফুল দিয়ে বরণ করার মূহুর্ত
সিলেট জেলা প্রশাসক মহোদয়ের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছে সিলেট অনলাইন মিডিয়া। এসময় সংগঠনের পক্ষ থেকে ডিসিকে ফুল দিয়ে বরণ করা হয়।
সাক্ষাতে উপস্থিত ছিলেন এসময় উপস্থিত ছিলেন অনলাইন মিডিয়ার সভাপতি রেজাউল হক তুহিন, সহ-সভাপতি মকসুদ আহমদ, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম রাসেল, যুগ্ম সম্পাদক রবিউল ইসলাম ফজর, সাংগঠনিক সম্পাদক সাহিদুজ্জামান সুজন, প্রচার সম্পাদক আশরাফুল ইসলাম, দপ্তর সম্পাদক মনু চন্দ্র দাস, সহ-দপ্তর সম্পাদক ইব্রাহীম রুবেল, ধর্ম বিষয়ক সম্পাদক মনজুর আহমেদ নোমানী, শিক্ষা সম্পাদক জালাল জয়, ক্রীড়া সম্পাদক রুহেল আহমেদ, আইটি সম্পাদক মেহরাজ আহমেদ মামুন, এছাড়া সদস্য হিসেবে আরো ছিলেন নাজির আহমেদ, রাজু আহমেদ, মোহাম্মদ আলী, মঈন উদ্দিন সহ আরো অনেকে।
সিলেট অনলাইন মিডিয়ার প্রতিনিধিরা জানান— প্রশাসন ও সংবাদমাধ্যম একসাথে কাজ করলে সমাজ আরও ইতিবাচক পরিবর্তনের দিকে এগোবে। তারা জেলা প্রশাসনের উন্নয়নমূলক কর্মকাণ্ড, সরকারি উদ্যোগ ও জনসচেতনতা বৃদ্ধির কার্যক্রমকে আরও গুরুত্ব দিয়ে প্রচারের আশ্বাস দেন।
ডিসি মহোদয় সংগঠনের বক্তব্য মনোযোগ সহকারে শুনে সিলেট অনলাইন মিডিয়ার পাশে থাকার আশ্বাস দেন এবং সমাজের অন্যায়ের বিরুদ্ধে একসাথে কাজ করার আহ্বান জানান।