আমার সিলেট
শিক্ষা
১ সেপ্টেম্বর, ২০২৫

ডাকসু নির্বাচন সামনে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত ক্যাম্পাস

Md. Shaiduzzaman Sujan
ঢাকা
ডাকসু নির্বাচন সামনে, আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত ক্যাম্পাস

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনের আর মাত্র আট দিন বাকি। প্রার্থীরা অনলাইনে-অফলাইনে প্রচার চালিয়ে যাচ্ছেন জোরেশোরে। তবে এরই মধ্যে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাসের নির্বাচনী পরিবেশ।

বিভিন্ন প্যানেলের প্রার্থীরা একে অপরের বিরুদ্ধে আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ তুলছেন। সামাজিক মাধ্যমেও চলছে বুলিং ও অপপ্রচার। এদিকে শিবিরের প্যানেলের সাধারণ সম্পাদক (জিএস) পদপ্রার্থী এস এম ফরহারের প্রার্থিতা নিয়ে প্রতিদ্বন্দ্বী এক প্রার্থী আদালতে রিটও করেছেন।

শিবিরের বিরুদ্ধে ছাত্রদলের অভিযোগ

গতকাল রোববার বিকেলে চিফ রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে গিয়ে শিবিরের বিরুদ্ধে লিখিত অভিযোগ জমা দেয় ছাত্রদলের ‘আবিদ-হামিম-মায়েদ পরিষদ’

পরবর্তীতে প্রেস ব্রিফিংয়ে ছাত্রদলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান বলেন—

“শনিবার শিবির পরিচালিত ফোকাস বিশ্ববিদ্যালয় ভর্তি কোচিং সেন্টারে ঢাবির প্রথম বর্ষের শিক্ষার্থীদের নিয়ে নবীনবরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। সেখানে খাবার ও উপঢৌকন দিয়ে শিবির-সমর্থিত ভিপি, জিএস ও এজিএস প্রার্থীরা ভোট চান। এটি সুস্পষ্টভাবে আচরণবিধির ধারা ৯(গ) লঙ্ঘন।”

তিনি আরও দাবি করেন, ঘটনাটি নির্বাচন কমিশনকে জানানো হয়েছে এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার অনুরোধ করা হয়েছে।

নির্বাচনী পরিবেশে চাপা উত্তেজনা

ডাকসু নির্বাচনকে ঘিরে প্রার্থীরা জোর প্রচার চালাচ্ছেন। তবে আচরণবিধি ভঙ্গ, একে অপরের বিরুদ্ধে অভিযোগ, এমনকি আদালতে রিটের ঘটনায় নির্বাচনী পরিবেশ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে।

মতামত (0)