আমার সিলেট
খেলাধুলা
২ সেপ্টেম্বর, ২০২৫

টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে খেলতে চান বুলবুল

নিজস্ব প্রতিবেদক
সিলেট
টি-টোয়েন্টির পর এবার ওয়ানডে খেলতে চান বুলবুল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) আসন্ন নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিলেন বর্তমান সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। সবকিছু ঠিক থাকলে আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হবে বিসিবির বোর্ড নির্বাচন।

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) বিকেলে সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি বলেন,

“টেস্ট বা টি-টোয়েন্টি খেলা… আমি বলেছিলাম কুইক ইনিংস খেলার। সেটা এখনও শেষ হয়নি। কুইক ইনিংসটা শেষ হোক। আর যদি কন্টিনিউ করতে হয়, টি-টোয়েন্টি থেকে ওয়ানডে ইনিংসে যাবো।”

কাজের ধারা অব্যাহত রাখতে চান

বুলবুল জানান, যেসব কাজ শুরু করেছেন সেগুলো ভালোভাবে এগিয়ে চলছে। তাই সেই ধারা বজায় রাখতে আবারও নির্বাচনে আসতে চান। তিনি বলেন,

“আমার সঙ্গে এনএসসির (জাতীয় ক্রীড়া পরিষদ) এখনও কোনো আলোচনা হয়নি। আমি শুধু প্রকাশ করেছি সম্ভব হলে নির্বাচন করব। কাজগুলো ভালোভাবে এগোচ্ছে, তাই এগুলো যেন চালিয়ে যেতে পারি।”

উল্লেখ্য, জাতীয় ক্রীড়া পরিষদের কাউন্সিলর হিসেবে মনোনয়ন পাওয়ার পরই বিসিবি সভাপতি নির্বাচিত হন বুলবুল।

নির্বাচনে তামিমও

বিসিবি নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক তামিম ইকবালও। তিনি বলেন,

“আমার সকলের প্রতি শ্রদ্ধা থাকবে, সহযোগিতা থাকবে। দিনশেষে আমরা আসছি ক্রিকেটের কাজে এবং ক্রিকেটকে এগিয়ে নেওয়ার জন্য।”

মতামত (0)