আমার সিলেট
রাজনীতি
২৮ সেপ্টেম্বর, ২০২৫

জৈন্তাপুরে অ্যাডভোকেট জামানের ঝটিকা সফর, উজ্জীবিত তৃণমূল কর্মীরা

নিজস্ব প্রতিবেদক
জৈন্তাপুর, সিলেট
জৈন্তাপুরে অ্যাডভোকেট জামানের ঝটিকা সফর, উজ্জীবিত তৃণমূল কর্মীরা

জৈন্তাপুর কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান শুক্রবার জৈন্তাপুরে তৃণমূল নেতাকর্মী এবং বিভিন্ন শ্রেণি ও পেশার মানুষের সাথে কুশল বিনিময় করেছেন। তার এই ঝটিকা সফরকে কেন্দ্র করে জৈন্তাপুরজুড়ে নতুন আলোচনা তৈরি হয়েছে এবং স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা তাঁকে নিয়ে উজ্জীবিত হয়েছেন।

শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা অ্যাডভোকেট সামসুজ্জামান জামান জৈন্তাপুরের দরবস্ত এলাকার দারুল হাদিস মদিনাতুল উলুম খরিলহাট মাদরাসার শিক্ষক ও ছাত্রদের সাথে সময় কাটান। বাদ আসর ওই মাদরাসায় একটি দোয়া মাহফিল ও শিরনী বিতরণ করা হয়।

এরপর সন্ধ্যা ৬টায় তিনি জৈন্তাপুরের ফেরিঘাট ট্রাক চালক সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পরবর্তীতে তিনি জৈন্তাপুর এলাকার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন এবং সনাতন ধর্মাবলম্বী মানুষের সাথে কুশল বিনিময় করেন। এ সময় তিনি স্থানীয় বিএনপি ও অঙ্গসহযোগী সংগঠনের নেতাকর্মীদের পূজা যাতে সুন্দরভাবে উদযাপিত হয় সেদিকে খেয়াল রাখার নির্দেশ দেন।

এছাড়াও, রাত ৮টার দিকে তিনি জৈন্তাপুর উপজেলার ১নং নিজপাট ইউনিয়ন বিএনপির সভাপতি অসুস্থ আবদুস শুক্কুর এবং স্বেচ্ছাসেবকদল নেতা অসুস্থ তানভীর আহমদ শাহীনের বাড়িতে গিয়ে তাঁদের শারীরিক খোঁজখবর নেন এবং দ্রুত সুস্থতা কামনা করেন। এরপর রাত ৯টায় তিনি জৈন্তাপুরের সারিঘাট ট্রাক চালক সমবায় সমিতির নেতৃবৃন্দের সাথে মতবিনিময় করেন। পরিশেষে, রাত ১০টায় তিনি হরিপুরে অবস্থিত ৫নং ফতেহপুর ইউনিয়ন বিএনপির নেতাকর্মীদের সাথে মতবিনিময় ও কুশল বিনিময় করেন।

উল্লেখ্য, সম্প্রতি অ্যাডভোকেট কেন্দ্রীয় বিএনপির সাবেক সহ-স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সামসুজ্জামান জামান ফের দলে ফেরা ও সিলেট-৪ আসনে সংসদ সদস্য মনোনয়ন চাইবেন বলে সিলেটজুড়ে চাউর হয়েছে।

জৈন্তাপুর
বিএনপি
সামসুজ্জামান জামান
সিলেট-৪ আসন

মতামত (0)