আমার সিলেট
সিলেট
১৩ সেপ্টেম্বর, ২০২৫

জেলা প্রশাসনের অভিযানে হকারমুক্ত হলো কিনব্রিজ

নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর, সিলেট
জেলা প্রশাসনের অভিযানে হকারমুক্ত হলো কিনব্রিজ

অবশেষে হকারমুক্ত হলো সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজ। শনিবার (১৩ সেপ্টেম্বর) দুপুর ২টার দিকে জেলা প্রশাসক মো. সারওয়ার আলমের নেতৃত্বে অভিযান চালিয়ে ব্রিজ এলাকা থেকে হকার উচ্ছেদ করা হয়। এ সময় সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরীসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

অভিযানে বিভিন্ন মার্কেটের সামনের ফুটপাত দখলমুক্ত করা হয় এবং রাস্তার পাশে ভাসমান দোকান ও ভ্যানগাড়ি অপসারণ করা হয়। দীর্ঘদিন ধরে হকারদের কারণে ব্রিজ ও আশপাশের সড়কে যান চলাচলে বিঘ্ন ঘটছিল। এতে জনজীবনে দুর্ভোগ সৃষ্টি হওয়ায় এ উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করা হয়।

অভিযান প্রসঙ্গে সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী বলেন, ‘কিনব্রিজকে যানজটমুক্ত ও নিরাপদ রাখতে হকার উচ্ছেদ কার্যক্রম অত্যন্ত জরুরি। আমরা চাই এ এলাকায় সাধারণ মানুষের চলাচল স্বাভাবিক হোক।’

জেলা প্রশাসক মো. সারওয়ার আলম জানান, কিনব্রিজ হকারমুক্ত করার সুফল সবাই ভোগ করবেন। তিনি আরও বলেন, ‘১৫ দিনের মধ্যে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করা হবে। উচ্ছেদ অভিযান সফল করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হচ্ছে।’

এর আগে গত ৯ সেপ্টেম্বর সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে জেলা প্রশাসক ঘোষণা দিয়েছিলেন যে কিনব্রিজ থেকে হকার উচ্ছেদ করা হবে এবং ব্রিজে মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করেন দক্ষিণ সুরমার ২৫, ২৬ ও ২৭ নম্বর ওয়ার্ডের বাসিন্দারা।

১১ সেপ্টেম্বর এলাকাবাসী জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি দিয়ে মোটরসাইকেল চলাচল বন্ধের প্রস্তাব বাতিলের দাবি জানান। তাদের দাবি ছিল, সেতুটি সুরমার দুই তীরের জনগণের যাতায়াতের একমাত্র গুরুত্বপূর্ণ পথ। মোটরসাইকেল চলাচল বন্ধ হলে শিক্ষার্থী ও কর্মজীবীরা চরম ভোগান্তিতে পড়বেন।

পরে স্থানীয় রাজনৈতিক দল, পরিবহন মালিক-শ্রমিক নেতৃবৃন্দ এবং নাগরিক সমাজের সঙ্গে বৈঠক শেষে জেলা প্রশাসক মোটরসাইকেল চলাচল আপাতত বন্ধ না করার ঘোষণা দেন।

জেলা প্রশাসক
মো. সারওয়ার আলম
কিনব্রিজ

মতামত (0)