আমার সিলেট
সিলেট
১৬ ডিসেম্বর, ২০২৫

জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি: মাওলানা রেজাউল করিম জালালী

নিজস্ব প্রতিবেদক
সিলেট
জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি: মাওলানা রেজাউল করিম জালালী

বাংলাদেশ খেলাফত মজলিস সিলেট মহানগর শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও দোয়া মাহফিল মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বাদ মাগরিব কার্যালয়ে শাখা সভাপতি জননেতা আলহাজ্ব মাওলানা এমরান আলমের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মুহাম্মদ আব্দুল গাফফারের পরিচালনায় অনুষ্ঠিত হয়।

এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের নায়েবে আমির বর্ষিয়ান রাজনীতিবীদ মাওলানা রেজাউল করিম জালালী, বিশেষ অতিথি যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল আজিজ। বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন মহানগর সহ-সভাপতি মাওলানা মুহিবুর রহমান, মাওলানা কমর উদ্দিন, মাওলানা জিলাল আহমদ, বিশিষ্ট ব্যবসায়ী প্রবীন রাজনীতিবীদ ক্বারী একরামুল আজিজ, মহানগর সহ-সাধারণ সম্পাদক হাফিজ কয়েছ আহমদ, প্রশিক্ষণ সম্পাদক মুফতি আব্দুস সালাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক মাওলানা মনিরুল ইসলাম চৌধুরী ফুহাদ, মুহাম্মদ সিকন্দর আলী, মাওলানা আব্দুল মুহাইমিন, মাওলানা হুসাইন আহমদ, মাওলানা মঈনুল ইসলাম, মুফতি মোস্তাফা হোসাইন, মাওলানা মুজিবুর রহমান, সাংবাদিক আকতার সাদিক চৌধুরী, মুফতি জালাল উদ্দিন, এমাদ উদ্দিন রাজু, মুফতি অলিউর রহমান, মুহাম্মদ ইউসুফ, মাওলানা ইলিয়াস আহমদ কছির, বাংলাদেশ খেলাফত ছাত্র মজলিস নেতা আবু তাহের মিসবাহ প্রমুখ।

প্রধান অতিথি তাঁর বক্তব্যে বলেন, ‘মুক্তিযুদ্ধে বিজয়ের মধ্য দিয়ে স্বাধীনতার যে নতুন সূর্য উদিত হয়েছিল, বিগত বছরগুলোয় তা বারবার স্বৈরাচার আর অপশাসনে ম্লান হয়েছে। জুলাই গণ-অভ্যুত্থানের মধ্য দিয়ে আমরা আবারও একটি বৈষম্যহীন, দুর্নীতি ও স্বৈরাচারমুক্ত ইসলামী রাষ্ট্রব্যবস্থা প্রতিষ্ঠার সুযোগ পেয়েছি। একটি উন্নত ও সুশাসিত বাংলাদেশের শক্তিশালী ভিত গড়ে তুলতে আগামী নির্বাচনে দেশের জনগণ পরিতবর্তনের পক্ষে ইনসাফ ভিত্তিক রাষ্ট্র গঠনে রায় দিবে ইনশাআল্লাহ।

বক্তারা বলেন, বহু কষ্টে অর্জিত স্বাধীনতাকে পূর্ণতা দিতে নতুন প্রজন্মের জন্য একটি নিরাপদ, সুখী ও সুন্দর বাংলাদেশ গড়ে তুলতে ধর্ম-বর্ণ-গোষ্ঠীনির্বিশেষে সবাই মিলে হাতে হাত রেখে এগিয়ে আসতে হবে।

আলোচনা সভা ও দোয়া মাহফিলে সিলেট মহানগরের বিশিষ্ট ব্যবসায়ী প্রবীন রাজনীতিবীদ ক্বারী একরামুল আজিজ ও মুহাম্মদ নুরুল আমিন বাংলাদেশ খেলাফত মজলিসে যোগদান করেন।

পরিশেষে কেন্দ্রীয় নায়েবে আমির মাওলানা হেলাল উদ্দিন (রহ.) এর মাগফেরাত কামনা, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ওসমান হাদির সুস্থতা কামনা ও স্বাধীনতা যুদ্ধে ও ২৪ এর জুলাই যুদ্ধে শাহাদৎকারীদের দরজা বুলন্দি কামনা করে মোনাজাত করা হয়।

বাংলাদেশ খেলাফত মজলিস
স্বাধীনতা
জুলাই গণ-অভ্যুত্থান
ইসলামী রাষ্ট্রব্যবস্থা

মতামত (0)