জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ সিদ্দিককে সংবর্ধনা

জিয়া সাইবার ফোর্স (জেডসিএফ) এর সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক মনোনীত হওয়ায় আরিফ সিদ্দিক'কে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
গত ৬ সেপ্টেম্বর শনিবার সন্ধ্যায় সিলেট বিএনপি পরিবার ও বন্ধু মহলের উদ্যোগে নগরীর জিন্দাবাজারস্থ একটি অভিজাত হোটেলের হল রুমে এই সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সিলেট মহানগরীর ৭নং ওয়ার্ড বিএনপির ১ম যুগ্ম সম্পাদক আব্দুল মুকিত সুমেল এর সভাপতিত্বে এবং জেলা যুব দলের যুগ্ম সম্পাদক দুলাল আহমেদ ও মহানগর যুবদল নেতা মোস্তাক আহমেদ রুবেল এর যৌথ সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন সিসিকের ১১নং ওয়ার্ড বিএনপির সাংগঠনিক সম্পাদক মিনহাজুর রহমান রাসেল, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক উবায়দুর রহমান সজীব, দক্ষিণ সুরমা থানা স্বেচ্ছাসেবক দলের আহবায়ক হোসেন আহমেদ রুহুল, মহানগর যুবদলের যুগ্ম সম্পাদক কয়েছ আহমেদ জাকির, ১২নং ওয়ার্ড বিএনপির মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক ওমর ফারুক, ৩নং ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক ফারুক আহমেদ, ১১নং ওয়ার্ড বিএনপির ক্রীড়া সম্পাদক খালেদ আহমেদ, মহানগর কৃষক দলের সাবেক যুগ্ম আহবায়ক ও অনলাইন এক্টিভিস্ট ফজলে এলাহি পাপ্পু, মহানগর যুবদল নেতা আবু হানিফ, সৈয়দ ইমরান আলী, সালেক আহমেদ, মহানগর স্বেচ্ছাসেবক দল নেতা মুরাদ খান নাহিদ, ছাতক উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক সাইফুল ইসলাম, জেলা যুবদল নেতা আব্দুল বাছিত মুকিদ, মহানগর যুবদল নেতা মঞ্জুর আহমেদ, স্বেচ্ছাসেবক দল নেতা রায়হান হোসেন, রাফু দাস প্রমুখ।
সংবর্ধিত অতিথি জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ সিদ্দিক-কে ফুলের তোড়া দিয়ে সংবর্ধনা প্রদান করেন সিলেট বিএনপি পরিবার ও বন্ধু মহলের নেতৃবৃন্দ।
সিলেট মহানগর ছাত্রদলের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক ও জাসাস কেন্দ্রীয় কমিটির সাবেক সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আমেরিকা প্রবাসী মোস্তাকুর রহমান রুমন এর সার্বিক সহযোগিতায় সংবর্ধনা অনুষ্ঠানে বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ লালন করে প্রতিষ্ঠা লগ্ন থেকে জিয়া সাইবার ফোর্স কাজ করে যাচ্ছে। সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের হাতকে আরো শক্তিশালী করতে জিয়া সাইবার ফোর্স সিলেট বিভাগীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আরিফ সিদ্দিক এর নেতৃত্বে কমিটির সাংগঠনিক কার্যক্রম আরো গতিশীল করতে ঐক্যবদ্ধ হয়ে কাজ করার আহবান জানান।