জামালগঞ্জ রামকৃষ্ণ সেবাশ্রমে চুরি

প্রতিকী ছবি
সুনামগঞ্জ জেলার জামালগঞ্জ থানাধীন উত্তর ইউনিয়নের রামপুর গ্রামের রামকৃষ্ণ সেবাশ্রমে দূর্ধষ চুরি সংগঠিত হয়েছে । বুধবার দিবাগত রাতে চোরেরা আড়াই লক্ষ টাকার মালামাল নিয়ে গেছে বলে জানিয়েছেন আশ্রম কর্তৃপক্ষ । বৃহস্পতিবার সকালে এ ব্যাপারে জামালগঞ্জ থানায় লিখিত অভিযোগ করেছেন রামকৃষ্ণ আশ্রমের সাধারণ সম্পাদক অনন্ত পাল।
লিখিত অভিযোগ সূত্রে জানা যায়, প্রতিদিনের ন্যায় বুধবার রাত আনুমানিক ৮ টার দিকে আশ্রমের সেবায়িত রাজন চক্রবর্তী পূজা শেষ করে উপাসনালয় তালাবদ্ধ করে বাড়িতে চলে যান। পরদিন বৃহস্পতিবার ভোরে তিনি আশ্রমে গিয়ে দেখতে পান দরজার তালা ভাঙা । ভেতরে ঢুকে দেখেন পূজা অর্চনার যাবতীয় সামগ্রীসহ সিসি ক্যামেরা, মনিটর , পিসি, ১টি ১২ ভোল্টের ব্যাটারীসহ প্রণামীর বাক্সের নগদ টাকা ও মূল্যবান জিনিসপত্রসহ প্রায় আড়াই লক্ষ টাকার মালামাল খোয়া গেছে। এর আগে ২০২৩ সালেও আশ্রমের জিনিসপত্র চুরি হয়েছে।
এব্যাপারে জামালগঞ্জ থানার ওসি তদন্ত মো. জয়নাল হোসেন জানান, রামকৃষ্ণ সেবা আশ্রমে চুরির ঘটনার একটি অভিযোগ পেয়েছি , আমরা তদন্ত করছি ।
সহকারি পুলিশ সুপার (তাহিরপুর সার্কেল) প্রণয় রায় বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বিষয়টি গুরুত্ব সহকারে দেখা হচ্ছে ও নিবিড়ভাবে তদন্ত করা হচ্ছে। আসামী গ্রেপ্তার ও মালামাল উদ্ধারে আমাদের চেষ্টা অব্যাহত আছে।
