জাবি জাকসু নির্বাচনে ভিপি স্বতন্ত্র, জিএস-এজিএস পদে শিবিরের জয়

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ঘোষিত ফলাফলে সহসভাপতি (ভিপি) পদে স্বতন্ত্র প্রার্থী আব্দুর রশিদ জিতু নির্বাচিত হয়েছেন।
এছাড়া সাধারণ সম্পাদক (জিএস) পদে মাজহারুল ইসলাম, সহ-সাধারণ সম্পাদক (এজিএস) পদে ফেরদৌস আল হাসান এবং নারী এজিএস পদে আয়েশা সিদ্দিকা মেঘলা বিজয়ী হয়েছেন। তারা সবাই ছাত্রশিবিরের প্রার্থী।
গত বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত চলে ভোটগ্রহণ। এতে প্রায় ৬৭-৬৮ শতাংশ ভোট পড়েছে। বিশ্ববিদ্যালয়ের ১১ হাজার ৭৪৩ জন ভোটারের মধ্যে এ হারকে অংশগ্রহণমূলক নির্বাচন হিসেবে দেখছেন সংশ্লিষ্টরা।
জাকসুর কেন্দ্রীয় সংসদে মোট ২৫টি পদে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৭৭ জন প্রার্থী। এর মধ্যে ভিপি পদে ৯ জন এবং জিএস পদে ৮ জন প্রতিদ্বন্দ্বিতা করেন। ছাত্রীদের ১০টি হলে ১৫০টি পদের মধ্যে ৫৯টিতে কোনো প্রার্থী ছিলেন না। একক প্রার্থী থাকায় ৬৭টি পদে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন সম্পন্ন হয়েছে। ফলে মাত্র ২৪টি পদে ভোট অনুষ্ঠিত হয়। এছাড়া বিশ্ববিদ্যালয়ের ২১টি হলে দুটি হলে প্রার্থীরা বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।
