ছেলেকে ক্রিকেটার বানাতে রিকশা চালানো বাবা, এখনো নিরাপত্তাকর্মী

নাসুম আহমেদ ও তার বাবা
টি-টোয়েন্টিতে ম্যাচ ফি ২ লাখ, তবুও বাবার সঙ্গে নেই যোগাযোগ নাসুম আহমেদের
জাতীয় দলের স্পিনার নাসুম আহমেদ আজ দেশের তারকা ক্রিকেটার। টি-টোয়েন্টি ম্যাচে যার পারিশ্রমিক প্রায় ২ লাখ টাকা। তবে আলাদা সংসার করার পর থেকে প্রায় ৪ বছর ধরে বাবার সঙ্গে কোনো যোগাযোগ নেই তার— এমন অভিযোগ উঠেছে এলাকায়।
সিলেটের হাউজিং রোডের একটি আবাসিক এলাকায় নিরাপত্তাকর্মী হিসেবে কাজ করছেন নাসুমের বাবা। মাসে মাত্র ৮ হাজার টাকা বেতনে চলছে তার জীবন। অথচ ছেলেকে ক্রিকেটার বানাতে তিনি একসময় রিকশা চালানো, রঙের কাজসহ নানা পরিশ্রমের পেশা বেছে নিয়েছিলেন।
স্থানীয়রা জানান, বিয়ের পর থেকেই নাসুম ও তার বাবার সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়। তবে বাবা হিসেবে নাসুমের প্রতি কোনো অভিমান নেই তার বাবার।
তিনি আবেগঘন কণ্ঠে বলেন,
“আমার ছেলের প্রতি কোনো অভিযোগ নেই। সে ভালো থাকুক, জীবনে আরও বড় হোক— আমি সবসময় এটাই চাই।”