আমার সিলেট
রাজনীতি
১৩ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্রদলের ভরাডুবি, ডাকসুতে শিবিরের উত্থান

নিজস্ব প্রতিবেদক
ঢাকা
ছাত্রদলের ভরাডুবি, ডাকসুতে শিবিরের উত্থান

ঢাকা বিশ্ববিদ্যালয়ের ৩৮তম কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ছাত্র শিবিরপন্থি ‘ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট’ বিপুল জয় পেয়েছে। ভিপি, জিএস ও এজিএসসহ ২৮টি কেন্দ্রীয় পদের মধ্যে তারা ২৩টিতে বিজয়ী হয়। অন্যদিকে পূর্ণাঙ্গ প্যানেল দিয়েও কেন্দ্রীয় কোনো পদে জয় পায়নি ছাত্রদল।

গত বছরের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর এটাই ছিল দেশের প্রথম বড় নির্বাচন। ফলে রাজনৈতিকভাবে নির্বাচনটি ঘিরে দেশজুড়ে আগ্রহ ছিল তুঙ্গে।

একসময় ক্যাম্পাস রাজনীতিতে প্রভাবশালী হলেও দীর্ঘ ১৫-১৬ বছর ধরে নিষ্ক্রিয় থাকার কারণে ছাত্রদল শিক্ষার্থীদের পালস ধরতে ব্যর্থ হয়েছে বলে মনে করছেন শিক্ষার্থীরা। তারা বলছেন, সাংগঠনিক দুর্বলতা, সিনিয়র-জুনিয়র দ্বন্দ্ব, নেতৃত্বের সংকট, প্রার্থী বাছাই ও প্রচারণার দুর্বলতা, প্রতিপক্ষের কৌশল মোকাবিলা করতে না পারা— এসব কারণেই ছাত্রদলের ভরাডুবি হয়েছে।

ছাত্রদল পূর্ণাঙ্গ প্যানেল দিলেও অধিকাংশ প্রার্থী শিক্ষার্থীদের কাছে ছিলেন অপরিচিত। প্রচারণায় দেরি করা, সামাজিক মাধ্যমে দুর্বল উপস্থিতি এবং অতিরিক্ত আত্মবিশ্বাস তাদের ক্ষতিগ্রস্ত করেছে। এ ছাড়া ছাত্রলীগ–ছাত্রদলকে একই মুদ্রার এপিঠ-ওপিঠ হিসেবে উপস্থাপন করে চালানো নেতিবাচক প্রচারণার কার্যকর জবাবও দিতে পারেনি সংগঠনটি।

অন্যদিকে ছাত্রশিবির দাবি করেছে, শিক্ষার্থীদের চাওয়া অনুযায়ী তারা ক্যাম্পাসে ভিন্নধর্মী কর্মসূচি গ্রহণ করেছে। কেন্দ্রীয় সভাপতি জাহিদুল ইসলাম বলেন, “আমরা শিক্ষার্থীদের প্রত্যাশিত পরিবেশ ক্যাম্পাসে ফিরিয়ে আনতে কাজ করছি।”

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সবচেয়ে অনুকূল সময়ে থেকেও ছাত্রদলের এই ভরাডুবি তাদের সাংগঠনিক দুর্বলতা এবং ভুল কৌশলেরই বহিঃপ্রকাশ।

মতামত (0)