আমার সিলেট
রাজনীতি
৩ সেপ্টেম্বর, ২০২৫

ছাত্রদল কমিটি ঘিরে সিকৃবি রাজনীতিতে উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক
সিলেট
ছাত্রদল কমিটি ঘিরে সিকৃবি রাজনীতিতে উত্তেজনা

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় (সিকৃবি) ছাত্রদলের নবগঠিত আহ্বায়ক কমিটি নিয়ে ক্যাম্পাসে শুরু হয়েছে চরম বিতর্ক। অভিযোগ উঠেছে, কমিটিতে অছাত্র, চাকরিজীবী, বিবাহিত ব্যক্তি এমনকি নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ নেতারাও স্থান পেয়েছেন। এ ঘটনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে বইছে সমালোচনার ঝড়। অনেকে নতুন কমিটিকে “ছাত্রলীগ পুনর্বাসন কেন্দ্র” বলেও অভিহিত করেছেন।

গত ১৫ আগস্ট কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি মো. রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাসির উদ্দীন নাসির ৪৫ সদস্যের সিকৃবি ছাত্রদলের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন। ঘোষণার পরপরই ক্যাম্পাসে বিক্ষোভ হয়। কমিটিতে ২৫ জন যুগ্ম আহ্বায়ক ও ১৮ জন সদস্য রাখা হয়েছে।

অভিযোগ রয়েছে, আহ্বায়ক সানাউল হোসেন ও সদস্য সচিব সোহান তালুকদার দুজনই চাকরিজীবী; সানাউল বিবাহিত এবং সোহানের ছাত্রত্ব নেই। এছাড়া কমিটির বেশ কয়েকজন যুগ্ম আহ্বায়ক ও সদস্য দীর্ঘদিন ছাত্রলীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। এমনকি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ কর্তৃক নিষিদ্ধ ঘোষিত কয়েকজন নেতাকর্মীও পদ পেয়েছেন বলে অভিযোগ উঠেছে।

বিশ্ববিদ্যালয় সূত্র জানায়, ২০২৩ সালের আগস্টে ডিন কাউন্সিলের জরুরি বৈঠকের মাধ্যমে সিকৃবিতে সব ধরনের রাজনীতি, সভা-সমাবেশ, মিছিল নিষিদ্ধ করা হয়। সেই সিদ্ধান্ত এখনও বহাল রয়েছে।

এ নিয়ে সাধারণ শিক্ষার্থীদের মধ্যে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। অনেকেই প্রশ্ন তুলেছেন, যখন বিশ্ববিদ্যালয়ে রাজনীতি নিষিদ্ধ, তখন কীভাবে চাকরিজীবী ও প্রাক্তন ছাত্রদের দিয়ে ছাত্রদলের কমিটি অনুমোদন দেওয়া হলো?

তবে নবগঠিত কমিটির আহ্বায়ক সানাউল হক অভিযোগ অস্বীকার করে বলেন, “রাজনৈতিক প্রতিপক্ষ অপপ্রচার চালাচ্ছে। ছাত্রলীগের পদধারী কেউ কমিটিতে নেই। কেন্দ্রীয় যাচাই-বাছাইয়ের পরই এই কমিটি গঠন করা হয়েছে। বিতর্কিত দুয়েকজনকে নিয়ে কেন্দ্র সিদ্ধান্ত নেবে।”

মতামত (0)