আমার সিলেট
অর্থনীতি
১ সেপ্টেম্বর, ২০২৫

ঘুষ নেওয়ার অভিযোগে সহকারী কর কমিশনার বরখাস্ত

Md. Shaiduzzaman Sujan
ঢাকা
ঘুষ নেওয়ার অভিযোগে সহকারী কর কমিশনার বরখাস্ত

করদাতার মনোনীত আয়কর আইনজীবীকে (আইটিপি) স্পর্শকাতর নথি সরবরাহ ও ঘুষ গ্রহণের অভিযোগে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) সহকারী কর কমিশনার জান্নাতুল ফেরদৌস মিতুকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে।

সোমবার অভ্যন্তরীণ সম্পদ বিভাগের সচিব ও এনবিআর চেয়ারম্যান মো. আবদুর রহমান খানের স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এ সিদ্ধান্ত জানানো হয়।

প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, কর অঞ্চল-৫, ঢাকার সার্কেল-৯৩ এর করদাতা সালাহ উদ্দিন আহমেদের কাছ থেকে ৩৮ লাখ টাকা ঘুষ নেন জান্নাতুল ফেরদৌস মিতু। এর বিনিময়ে ওই করদাতার মনোনীত প্রতিনিধিকে তিনি স্পর্শকাতর নথিপত্র সরবরাহ করেন। এসব নথির মধ্যে ছিল পুরোনো আয়কর রিটার্ন, অর্ডার শিট, কর নির্ধারণী আদেশ, আপিল ও ট্রাইব্যুনালের আদেশসহ গুরুত্বপূর্ণ ডকুমেন্ট।

এ ঘটনায় সরকারি কর্মচারী (শৃঙ্খলা ও আপিল) বিধিমালা লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় তার বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত নিয়েছে সরকার।

২০১৮ সালের বিধি-১২ অনুযায়ী, মিতুকে এনবিআরের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে নিয়োগ দিয়ে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বরখাস্তকালীন তিনি বিধি অনুযায়ী খোরপোষ ভাতা পাবেন।

মতামত (0)