আমার সিলেট
খেলাধুলা
১০ অক্টোবর, ২০২৫

গোল বন্যা! দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের ৫ গোল

নিজস্ব প্রতিবেদক
গোল বন্যা! দক্ষিণ কোরিয়ার জালে ব্রাজিলের ৫ গোল

প্রীতি ম্যাচে এস্তেবাও ও রদ্রিগোর জোড়া গোল

দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচে গোল উৎসব করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। সিউলের ওয়ার্ল্ড কাপ স্টেডিয়ামে শুক্রবার অনুষ্ঠিত ম্যাচে এশিয়ার দলটির জালে ৫–০ গোলের বড় জয় পায় সেলেসাওরা।

ব্রাজিলের হয়ে জোড়া গোল করেন তরুণ সেনসেশন এস্তেবাওরদ্রিগো, আর একবার জালের দেখা পান ভিনিসিয়াস জুনিয়র

প্রথমার্ধেই এগিয়ে যায় ব্রাজিল। ম্যাচের ১৩ মিনিটে ব্রুনো গিমারেসের পাসে গোল করে ব্রাজিলকে লিড এনে দেন এস্তেবাও। এরপর ৪১ মিনিটে রদ্রিগোর নিখুঁত শটে ব্যবধান দ্বিগুণ করে ২–০ করে ফেলে আনচেলত্তির শিষ্যরা।

বিরতির পরও গোলের ধারা অব্যাহত রাখে ব্রাজিল। ৪৭ মিনিটে আবারও এস্তেবাও স্কোরলাইন বাড়ান ৩–০ তে। দুই মিনিট পরই রদ্রিগো নিজের দ্বিতীয় ও দলের চতুর্থ গোলটি করেন, সতীর্থ ভিনিসিয়াসের বাড়ানো বল থেকে।

শেষ দিকে ৭৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র নিজেও গোল করে স্কোরলাইন দাঁড় করান ৫–০ তে। মাঝমাঠ থেকে একক প্রচেষ্টায় প্রতিপক্ষের ডিফেন্স ভেদ করে দুর্দান্ত গোলটি করেন এই রিয়াল মাদ্রিদ তারকা।

বড় জয় নিয়ে আত্মবিশ্বাসী ব্রাজিলের পরবর্তী ম্যাচ আগামী ১৪ অক্টোবর টোকিওতে স্বাগতিক জাপানের বিপক্ষে অনুষ্ঠিত হবে।

দক্ষিণ কোরিয়া
ভিনিসিয়াস জুনিয়র
ব্রাজিল

মতামত (0)