আমার সিলেট
অপরাধ
৭ সেপ্টেম্বর, ২০২৫

গভীর রাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা

টাঙ্গাইল (প্রতিনিধি)
টাঙ্গাইল, ঢাকা
হামলা
কাদের সিদ্দিকী
গভীর রাতে কাদের সিদ্দিকীর বাসভবনে হামলা

ছবি: সংগৃহীত।

টাঙ্গাইলে কৃষক শ্রমিক জনতালীগের সভাপতি বঙ্গবীর কাদের সিদ্দিকী বীরউত্তমের বাড়ি ‘সোনার বাংলা’-তে দুর্বৃত্তদের হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। শনিবার (৬ সেপ্টেম্বর) রাত ১টার দিকে এ হামলা চালানো হয়।

বাসার কেয়ারটেকার জানান, গভীর রাতে কাদের সিদ্দিকী দ্বিতীয় তলায় ঘুমিয়ে ছিলেন। এসময় ১০ থেকে ১৫ জন দুর্বৃত্ত ইটপাটকেল নিক্ষেপের পর মই ব্যবহার করে বাসার গেট টপকে ভেতরে প্রবেশ করে। পরে তারা বাড়ির ভেতরে থাকা দুটি গাড়ি ভাঙচুর করে। আশপাশের লোকজন ছুটে এলে দুর্বৃত্তরা দ্রুত পালিয়ে যায়।

এ বিষয়ে টাঙ্গাইল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভির আহমেদ বলেন, “হামলার বিষয়টি তদন্ত শুরু হয়েছে। খুব শিগগিরই জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে।”

মতামত (0)