খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ইমদাদ হোসেন চৌধুরীর খতমে কোরআন ও দোয়া মাহফিল

বিএনপির চেয়ারপার্সন, সাবেক ৩ বারের প্রধানমন্ত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার আশু রোগমুক্তি কামনায় সিলেট মহানগর বিএনপির সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরীর উদ্যোগে খতমে কোরআন ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
বৃহস্পতিবার (৪ ডিসেম্বর) বাদ যোহর নগরীর চৌকেদেখীস্থ নিজ বাসবভনে এই খতমে কোরআন ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।
দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন বিএনপির চেয়ারপার্সন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার উপদেষ্টা মণ্ডলীর সদস্য খন্দকার আব্দুল মুক্তাদির, সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক মিফতাহ সিদ্দিকী, মহানগর বিএনপির নির্বাচিত সাবেক সভাপতি নাসিম হোসাইন, মহানগর বিএনপির নির্বাচিত সাধারণ সম্পাদক ইমদাদ হোসেন চৌধুরী, সাবেক সাধারণ সম্পাদক বদরুজ্জামান সেলিম, সহ সভাপতি সৈয়দ মঈন উদ্দিন সোহেল, আব্দুল হাকিম, আফজল হোসেন, আব্দুর রহিম মল্লিক, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল হক চৌধুরী, ফাতেমা জামান রোজি, সাংগঠনিক সম্পাদক খসরুজ্জামান খসরু, অর্থ সম্পাদক এনামুল কুদ্দুস চৌধুরী, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক শেখ কবির আহমদ, প্রকাশনা বিষয়ক সম্পাদক দেওয়ান আরাফাত চৌধুরী জাকি, মহিলা বিষয়ক সম্পাদক রীনা আক্তার, ধর্ম বিষয়ক সম্পাদক মুফতি রায়হান উদ্দিন মুন্না, স্বনির্ভর বিষয়ক সম্পাদক খায়রুল ইসলাম খায়ের, সহ সাংগঠনিক সম্পাদক সৈয়দ রহিম আলী রাসু ও রেজাউর রহমান রুজন, সহ-দফতর সম্পাদক আব্দুল মালেক, সহ স্বেচ্ছাসেবক বিষয়ক সম্পাদক সেলিম আহমদ মাহমুদ, সহ ছাত্র বিষয়ক সম্পাদক আব্দুল করিম জুনাক, সহ প্রকাশনা বিষয়ক সম্পাদক ও শাহপরান থানার সদস্য সচিব খূর্শেদ আহমদ খুশু, সহ জলবায়ু সম্পাদক আবু সাঈদ মোঃ তায়েফ, সহ স্বাস্থ্য বিষয়ক সম্পাদক এস এম সায়েম, সহ মৎস্য বিষয়ক সম্পাদক শাহীন আহমদ সদস্য কাজী মুহিবুর রহমান, নুরুল হক রাজু, নুরুল ইসলাম লিমন প্রমুখ।
