আমার সিলেট
খেলাধুলা
১ সেপ্টেম্বর, ২০২৫

কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট নেদারল্যান্ডস

Md. Shaiduzzaman Sujan
সিলেট
কোনোরকমে একশ ছুঁয়ে অলআউট নেদারল্যান্ডস

সিলেট টি-টোয়েন্টি: নেদারল্যান্ডসের ব্যাটাররা বিধ্বস্ত, নাসুম-তাসকিনদের দাপট

প্রথম ম্যাচের মতো দ্বিতীয় টি-টোয়েন্টিতেও নেদারল্যান্ডসের ব্যাটারদের কোনো প্রতিরোধ গড়তে দেয়নি বাংলাদেশের বোলাররা। শুরু থেকেই টপ অর্ডার ভেঙে পড়ে ডাচরা, শেষ দিকে আরিয়ান দত্তের লড়াইয়ে কোনোভাবে একশর ঘর পেরোতে সক্ষম হয় তারা।

সিলেটে টস হেরে আগে ব্যাট করতে নেমে মাত্র ১৭ ওভার ৩ বলে ১০৩ রানে অলআউট হয় নেদারল্যান্ডস। দলের হয়ে সর্বোচ্চ ৩০ রান করেন ৯ নম্বরে নামা আরিয়ান দত্ত। বাংলাদেশের হয়ে ২১ রানে ৩ উইকেট নিয়ে ইনিংসের সেরা বোলার নাসুম আহমেদ।

বাংলাদেশের হয়ে ইনিংসের প্রথম ওভার করেন শেখ মেহেদি। তবে আরেক প্রান্ত থেকে পেস আক্রমণ শুরু করেন তাসকিন আহমেদ, যিনি প্রথম ওভারেই দেন মাত্র ৭ রান। তৃতীয় ওভারেই অধিনায়ক লিটন দাস আক্রমণে আনেন নাসুমকে। বাঁহাতি স্পিনার এসেই দ্বিতীয় ও তৃতীয় বলে টানা দুই উইকেট তুলে নেন।

পাওয়ার প্লের শেষ ওভারে সাফল্য পান তাসকিনও। তার খাটো লেংথের বলে ক্যাচ তুলে দেন ব্যাটার, সহজেই তালুবন্দি করেন তানজিম সাকিব।

পাওয়ার প্লেতেই ৩ উইকেট হারানো নেদারল্যান্ডস আর ঘুরে দাঁড়াতে পারেনি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকায় এক পর্যায়ে একশর আগেই অলআউট হওয়ার শঙ্কা দেখা দেয়। তবে শেষ দিকে আরিয়ান দত্তের প্রতিরোধী ব্যাটিংয়ে কোনোমতে তিন অঙ্ক স্পর্শ করে ডাচরা।

মতামত (0)