কোচ সালাউদ্দিনের আস্থা লিটন-সাইফের ব্যাটে

আজ সিরিজ নিশ্চিতের মিশনে লিটনরা, কোচের প্রত্যাশা ধারাবাহিকতা
নেদারল্যান্ডসের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ম্যাচ আজ সন্ধ্যায় সিলেটে। প্রথম ম্যাচে জয়ের পর সিরিজ নিশ্চিত করতে মুখিয়ে টাইগাররা। ম্যাচের আগে সংবাদ সম্মেলনে সিনিয়র সহকারী কোচ মোহাম্মদ সালাউদ্দিন লিটন দাস ও সাইফ হাসানের প্রশংসা করলেও, ধারাবাহিক পারফরম্যান্সের ওপর জোর দেন।
প্রথম ম্যাচে ২৯ বলে অপরাজিত ৫৪ রান করেন অধিনায়ক লিটন। অন্যদিকে ব্যাটিং-বোলিং-ফিল্ডিংয়ে অবদান রেখে আলো ছড়ান সাইফ হাসান। সালাউদ্দিন বলেন, ‘এক ম্যাচে সাফল্য পেলেই হবে না, সেটি ধরে রাখাই আসল চ্যালেঞ্জ।’
বৃষ্টিবিঘ্নিত সিলেটের কন্ডিশনে বোলাররা ভেজা বলে অনুশীলন করে সাফল্য পেয়েছেন বলে জানান কোচ। প্রথম ম্যাচে প্রতিপক্ষকে ১৩৬ রানে বেঁধে রাখার কৃতিত্ব দেন বোলিং ইউনিটকে।
আজকের ম্যাচে ‘উইনিং কম্বিনেশন’ অপরিবর্তিত রাখার ইঙ্গিত দিয়েছেন কোচিং স্টাফ। সিরিজ জয়ের পাশাপাশি বড় দলের মতো ধারাবাহিকতা দেখতে চান সালাউদ্দিন।