আমার সিলেট
জাতীয়
২ সেপ্টেম্বর, ২০২৫

কেউ যেন বলতে না পারে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি : প্রধান উপদেষ্টা ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক
ঢাকা
কেউ যেন বলতে না পারে আমাকে ভোট দিতে দেওয়া হয়নি : প্রধান উপদেষ্টা ড. ইউনূস

আসন্ন জাতীয় নির্বাচনে যেন কেউ ভোটাধিকার থেকে বঞ্চিত না হয় তা নিশ্চিত করার আহ্বান জানিয়েছেন প্রধান উপদেষ্টা প্রফেসর ড. মুহাম্মদ ইউনূস। তিনি বলেছেন,

“আনন্দ ও উৎসবমুখর পরিবেশে নির্বাচন হবে। জীবনে যারা কখনো ভোট দিতে পারেননি, তাদের ভালো অভিজ্ঞতা দিতে হবে। আবার যারা অতীতে তিক্ত অভিজ্ঞতার মুখোমুখি হয়েছেন, তারাও যেন বলেন— এবার আমাকে ভোট দিতে দেওয়া হয়েছে।”

মঙ্গলবার (২ সেপ্টেম্বর) রাতে সাত দল ও সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক শেষে প্রধান উপদেষ্টার বরাত দিয়ে প্রেস সচিব শফিকুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।

ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন

প্রধান উপদেষ্টা বৈঠকে স্পষ্ট করে বলেন,

  • নির্বাচন অনুষ্ঠিত হবে ফেব্রুয়ারির প্রথমার্ধে

  • নির্বাচনের মাধ্যমে ক্ষমতা হস্তান্তর করবে অন্তর্বর্তীকালীন সরকার

  • এবারের নির্বাচন হবে সব মানুষের ও সব রাজনৈতিক দলের নির্বাচন

ষড়যন্ত্র ও সতর্কতার আহ্বান

ড. ইউনূস বলেন,

“যারা নির্বাচন চায় না, তারা নানা ভাবে বাধা দেবে। নির্বাচন বানচালেরও চেষ্টা করবে। এর কিছু লক্ষণ ইতোমধ্যে দেখা যাচ্ছে, সামনে আরও আসবে। এজন্য সবার সতর্ক থাকতে হবে।”

তিনি আরও বলেন,

“এই নির্বাচন হবে ভবিষ্যতের বাংলাদেশ গড়ার। নিজেদের পায়ে দাঁড়ানো, সাহস অর্জন ও নিজের ভঙ্গিতে দেশ পরিচালনার নির্বাচন। এতে যেন কোনো বিদেশি শক্তির হস্তক্ষেপের সুযোগ না থাকে।”

দুর্গাপূজা প্রসঙ্গে

আগামী দুর্গাপূজা শান্তিপূর্ণভাবে পালনের জন্য প্রধান উপদেষ্টা সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। তিনি বলেন,

“অন্যরা গণ্ডগোল তৈরি করতে চাইবে, তবে আমরা সবাই মিলে শান্তিপূর্ণ পরিবেশ নিশ্চিত করব।”

মতামত (0)