আমার সিলেট
শিক্ষা
২০ ডিসেম্বর, ২০২৫

কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ

Tahmid Hussain (প্রতিনিধি)
সিলেট
১৮
কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফল প্রকাশ

আজ শনিবার, কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগর কর্তৃক আয়োজিত সিলেটের সর্ববৃহৎ বৃত্তি প্রকল্প ঐতিহ্যবাহী কিশোরকণ্ঠ মেধাবৃত্তি পরীক্ষা ২০২৫ এর ফলাফল নগরীর একটি কনফারেন্স হলে প্রকাশ হয়েছে। বৃত্তির ফলাফল প্রকাশ করেন কিশোরকণ্ঠ পাঠক ফোরাম সিলেট মহানগরের পরিচালক ডা. নাবিল মাহমুদ নিলয়। এতে উপস্থিত ছিলেন সহকারী পরিচালক আহসান হাবিব ও মুফাসসির আহমদ চৌধুরী। আরো উপস্থিত ছিলেন স্কুল প্রতিনিধি রেজাউল ইসলাম, আবুল হাসান রিয়াদ, তৌহিদুল ইসলাম,ফাহাদ হুসাইন সহ প্রমুখ। এ বৃত্তি পরীক্ষায় সর্বমোট ২৮১ জনকে বৃত্তি প্রদান করা হয়েছে, যেখানে ট্যালেন্টপুল ক্যাটাগরীতে ৫০ জন, সাধারণ ক্যাটাগরীতে ১০১ জন এবং বিশেষ ক্যাটাগরীতে ১৩০ জন।

উল্লেখ্য গত ০১ নভেম্বর, ২০২৫ তারিখে সিলেট বিভাগের অন্তর্গত তিনশতাধিক স্কুল এবং মাদরাসার সর্বমোট সাড়ে পাঁচ হাজার শিক্ষার্থী বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করে। মেধাবৃত্তি প্রদান অনুষ্ঠানের স্থান ও সময় পরবর্তীতে চিঠির মাধ্যমে বৃত্তিপ্রাপ্তদের জানানো হবে।

মেধাবৃত্তি পরীক্ষার ফলাফল - ২০২৫

Talentpool: 110037, 115001, 115054, 140025, 140124, 150107, 150147, 170149, 175124, 180065, 180075, 180083, 185087, 190036, 190068, 215006, 240037, 240143, 240150, 240157, 245037, 250194, 250201, 255079, 255138, 255214, 260082, 260138, 260160, 265047, 265056, 270004, 270115, 270121, 275018, 280112, 280117, 280124, 290027, 290086, 295006, 295025, 310017, 310019, 310023, 355021, 360062, 360063, 370049, 390025

General: 110022, 115012, 115049, 140034, 140069, 140081, 140135, 145012, 145060, 150072, 150133, 155069, 155071, 155148, 165098, 170050, 170136, 170145, 175116, 175128, 175129, 180072, 180092, 180095, 180130, 180156, 180176, 190029, 190031, 190035, 190067, 195021, 195050, 195086, 195093, 210027, 210051, 210052, 210053, 215003, 215039, 215041, 215042, 215046, 215053, 240003, 240034, 240089, 240135, 240156, 245144, 245156, 250009, 250055, 250165, 260050, 260059, 260104, 260139, 260142, 260154, 270028, 270029, 270058, 270114, 275019, 275020, 275051, 280113, 280114, 280115, 280128, 285002, 285004, 285025, 285125, 290077, 295003, 295020, 295056, 295061, 310016, 310026, 345045, 350049, 350082, 350099, 355059, 355061, 355063, 355090, 360004, 360041, 360047, 360050, 360068, 365001, 365047, 370036, 390020, 390031

Special: 110002, 110019, 110038, 110041, 115002, 115005, 115028, 115046, 115064, 140003, 140068, 140079, 140104, 140129, 140136, 140143, 145063, 150002, 150046, 150075, 150108, 150119, 150158, 155091, 155099, 155123, 155164, 165093, 165141, 170069, 170072, 170075, 170076, 170106, 170111, 180053, 180077, 180098, 180100, 180129, 185061, 185081, 185093, 190007, 190032, 190034, 190049, 190069, 190084, 195062, 195099, 210050, 210057, 215007, 215011, 240051, 240121, 240124, 240129, 240132, 240145, 240162, 245080, 245155, 245160, 245164, 250039, 250050, 250078, 250186, 255003, 255027, 255028, 255046, 255069, 255077, 255171, 255226, 260048, 260083, 260131, 260156, 260166, 265006, 265048, 265108, 265109, 265119, 265134, 270056, 270057, 270086, 270105, 280028, 280093, 280111, 280116, 280120, 280125, 285111, 290051, 295004, 295027, 310008, 310015, 315011, 315015, 340012, 340056, 345039, 350003, 350004, 350096, 355065, 355087, 355093, 360048, 360049, 360076, 365044, 370038, 370042, 370050, 370060, 370061, 375040, 380043, 390026, 390035, 395030

মতামত (0)