সিলেট
১২ সেপ্টেম্বর, ২০২৫
কিনব্রিজ সেতুতে মোটরসাইকেল চলাচলে নতুন সিদ্ধান্ত
নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর, সিলেট
২
০

সিলেটের ঐতিহ্যবাহী কিনব্রিজকে কেবল পদচারী সেতু করার উদ্যোগ আপাতত স্থগিত করেছে জেলা প্রশাসন। মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণার পর স্থানীয় বাসিন্দা, রাজনৈতিক নেতৃবৃন্দ ও পরিবহন সংগঠনের তীব্র প্রতিবাদের মুখে প্রশাসন সিদ্ধান্ত থেকে সরে আসে।
এর আগে ৯ সেপ্টেম্বর জেলা প্রশাসক (ডিসি) মো. সারওয়ার আলম মোটরসাইকেল চলাচল বন্ধের ঘোষণা দেন। তবে বিষয়টি নিয়ে ব্যাপক বিরোধিতা হলে বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) তিনি জানান, আপাতত মোটরসাইকেল চলাচল বন্ধ করা হবে না। শিগগিরই সেতু থেকে ভাসমান হকার উচ্ছেদে অভিযান চালানো হবে।
প্রশাসনের সিদ্ধান্ত প্রত্যাহারের দাবিতে স্থানীয়রা স্মারকলিপি জমা দেন এবং বিভিন্ন রাজনৈতিক দল ও পরিবহন সংগঠনও তাদের সমর্থন জানায়। পরবর্তীতে সব পক্ষের মতামত নিয়ে প্রশাসন মোটরসাইকেল চলাচল অব্যাহত রাখার সিদ্ধান্ত জানায়।
কিনব্রিজ
মোটরসাইকেল
