আমার সিলেট
অপরাধ
১৬ অক্টোবর, ২০২৫

এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৫৮৭(পাঁচশত সাতাশি) বোতল ভারতীয় বিদেশি মদসহ একটি পিকআপ আটক

নিজস্ব প্রতিবেদক
সিলেট সদর, সিলেট
১৭
এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৫৮৭(পাঁচশত সাতাশি) বোতল ভারতীয় বিদেশি মদসহ একটি পিকআপ আটক

৬/১০/২০২৫ খ্রিঃ সকাল ০৫:৩০ ঘটিকায় এস আই (নিঃ) মোঃ সেলিম মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্লাবের সামনে রাস্তার উপর চেকপোস্ট করাকালে একটি প্রাইভেটকার ও একটি ডিআই পিক‌আপকে সিগল্যান দিলে পিকআপ এর চালক ও সহকারী পিক‌আপ ফেলে এবং প্রাইভেট কারে করে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। পরবর্তীতে ‍পিকআপে তল্লাশি করে পিক‌আপ হতে AC Black ১১ বোতল- পরিমাপ ৭৫০ ml (বড়), AC Black ১৪১ বোতল- পরিমাপ ৩৭৫ ml (ছোট), Blue ১৬ বোতল -পরিমাপ ৭৫০ ml (বড়), Blue ১৩৯ বোতল -পরিমাপ ৩৭৫ ml (মাঝারী), Blue ২৪ বোতল -পরিমাপ ১৮০ ml (ছোট), ICE ১৪০ বোতল- পরিমাপ ৩৭৫ ml, ICE ৪৭ বোতল- পরিমাপ ১৮০ ml, McDowell's ৬৯ বোতল- পরিমাপ ৩৭৫ ml, মোট ৫৮৭(পাঁচশত সাতাশি) বোতল ভারতীয় বিদেশি মদসহ ঢাকা মেট্রো -ন- ২১-৫৫২৩ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করা হয়েছে।‍উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

মতামত (0)