এয়ারপোর্ট থানা পুলিশের অভিযানে ৫৮৭(পাঁচশত সাতাশি) বোতল ভারতীয় বিদেশি মদসহ একটি পিকআপ আটক

৬/১০/২০২৫ খ্রিঃ সকাল ০৫:৩০ ঘটিকায় এস আই (নিঃ) মোঃ সেলিম মিয়া সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ এয়ারপোর্ট থানাধীন সিলেট ক্লাবের সামনে রাস্তার উপর চেকপোস্ট করাকালে একটি প্রাইভেটকার ও একটি ডিআই পিকআপকে সিগল্যান দিলে পিকআপ এর চালক ও সহকারী পিকআপ ফেলে এবং প্রাইভেট কারে করে কয়েকজন ব্যক্তি পালিয়ে যায়। পরবর্তীতে পিকআপে তল্লাশি করে পিকআপ হতে AC Black ১১ বোতল- পরিমাপ ৭৫০ ml (বড়), AC Black ১৪১ বোতল- পরিমাপ ৩৭৫ ml (ছোট), Blue ১৬ বোতল -পরিমাপ ৭৫০ ml (বড়), Blue ১৩৯ বোতল -পরিমাপ ৩৭৫ ml (মাঝারী), Blue ২৪ বোতল -পরিমাপ ১৮০ ml (ছোট), ICE ১৪০ বোতল- পরিমাপ ৩৭৫ ml, ICE ৪৭ বোতল- পরিমাপ ১৮০ ml, McDowell's ৬৯ বোতল- পরিমাপ ৩৭৫ ml, মোট ৫৮৭(পাঁচশত সাতাশি) বোতল ভারতীয় বিদেশি মদসহ ঢাকা মেট্রো -ন- ২১-৫৫২৩ জব্দ তালিকা মূলে জব্দ করা হয়। ঘটনার সাথে জড়িত আসামিদের সনাক্ত করা হয়েছে।উক্ত ঘটনার বিষয়ে এয়ারপোর্ট থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এ নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
