আমার সিলেট
বিনোদন
১ সেপ্টেম্বর, ২০২৫

এবার ভিন্ন প্ল্যাটফর্মে আইশা খান

Md. Shaiduzzaman Sujan
ঢাকা
এবার ভিন্ন প্ল্যাটফর্মে আইশা খান

মডেল ও অভিনেত্রী আইশা খান এবার হাজির হচ্ছেন নতুন ভূমিকায়। দেশের অন্যতম বৃহৎ লোকগানের প্রতিযোগিতা ‘ম্যাজিক বাউলিয়ানা ২০২৫’-এর পুরো আসরে উপস্থাপকের দায়িত্ব পালন করছেন তিনি। গত শুক্রবার কুষ্টিয়া জেলা শিল্পকলা একাডেমিতে অনুষ্ঠিত অডিশন রাউন্ডে সঞ্চালনার মাধ্যমে তাঁর যাত্রা শুরু হয়।

বাংলাদেশের লোকসংগীতকে কেন্দ্র করে আয়োজন করা এই রিয়েলিটি শো প্রতিভাবান শিল্পীদের জন্য একটি বড় প্ল্যাটফর্ম। এ আয়োজনের অংশ হতে পেরে উচ্ছ্বাস প্রকাশ করেছেন আইশা। তিনি বলেন, “এর আগে অনেক অনুষ্ঠান উপস্থাপনা করেছি। তবে এত বড় আয়োজনে প্রথমবার সঞ্চালকের দায়িত্ব পালন করছি। এটি আমার ক্যারিয়ারে নতুন মাত্রা যোগ করবে।”

অডিশন রাউন্ডে প্রতিযোগীদের পরিবেশনা বিশ্লেষণ করে বিচারকরা নির্বাচিত শিল্পীদের হাতে তুলে দেন ‘ম্যাজিক কার্ড’। এ কার্ডপ্রাপ্তরা ঢাকা মেগা সিলেকশন রাউন্ডে অংশ নেবেন। সারা দেশ থেকে মোট ৪০ জন শিল্পী চূড়ান্ত পর্বে প্রতিদ্বন্দ্বিতা করবেন। এবারের মূল পর্বে বিচারকের আসনে থাকছেন বাউল শফি মণ্ডল, পার্থ বড়ুয়া ও শারমীন সুলতানা সুমী। অনুষ্ঠানটি শিগগিরই প্রচার শুরু হবে মাছরাঙা টেলিভিশনে

শুধু উপস্থাপনাই নয়, অভিনয়েও সমানভাবে ব্যস্ত সময় কাটাচ্ছেন আইশা খান। সম্প্রতি শেষ করেছেন তাঁর তৃতীয় সিনেমা ‘শেকড়’-এর কাজ, যেখানে তাঁর বিপরীতে অভিনয় করেছেন এফ এস নাঈম। প্রসূন রহমান পরিচালিত সিনেমাটি আন্তর্জাতিক ফেস্টিভ্যালের জন্য নির্মিত হয়েছে। এ ছাড়া সোহেল আরমানের পরিচালনায় ‘সংবাদ’ নামের আরেকটি ছবির ৪০ ভাগ কাজ শেষ করেছেন তিনি।

লোকসংগীতের বিশাল এই আয়োজন ও একের পর এক নতুন সিনেমা আইশা খানের ক্যারিয়ারে নতুন গতি যোগ করেছে বলে মনে করছেন দর্শক-ভক্তরা।

মতামত (0)