এক মাসে মসজিদুল হারাম ও নববীতে ৫ কোটির বেশি মুসল্লির আগমন

ইসলাম ধর্মের দুই পবিত্রতম স্থান মসজিদুল হারাম (মক্কা) ও মসজিদে নববী (মদিনা) মুসলিম উম্মাহর তীর্থস্থান। প্রতিদিনই এখানে লাখো মুসল্লি ইবাদত করতে আসেন। তবে সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয়ের সর্বশেষ পরিসংখ্যান অনুযায়ী, গত এক মাসে এই দুই মসজিদে মোট ৫ কোটিরও বেশি মুসল্লি ইবাদতের সুযোগ পেয়েছেন।
সংখ্যার বিবরণ
মসজিদুল হারামে হাজির হন কয়েক কোটি মুসল্লি, যারা উমরাহ পালন ও তাওয়াফে অংশ নেন।
মসজিদে নববীতেও সমানভাবে ভিড় ছিল, বিশেষ করে রওজা শরিফে সালাম দিতে এবং নামাজ আদায় করতে আসা মুসল্লিদের উপস্থিতি ব্যাপক ছিল।
সৌদি সরকারের প্রস্তুতি
এই বিপুল সংখ্যক মুসল্লির আগমনের কারণে সৌদি কর্তৃপক্ষ বাড়তি নিরাপত্তা, পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং সেবামূলক ব্যবস্থার ওপর বিশেষ গুরুত্ব দিয়েছে।
উন্নত প্রযুক্তি ব্যবহার করে ভিড় নিয়ন্ত্রণ করা হয়েছে।
স্বেচ্ছাসেবক ও কর্মীদের বিশেষ টিম ২৪ ঘণ্টা মুসল্লিদের সেবা দিয়েছেন।
নারীদের জন্য পৃথক ব্যবস্থা রাখা হয়েছিল।
ধর্মীয় গুরুত্ব
মুসলিমরা বিশ্বাস করেন, মসজিদুল হারামে একটি নামাজ আদায় করলে অন্য কোথাও আদায়কৃত এক লাখ নামাজের সমান সওয়াব পাওয়া যায়। আর মসজিদে নববীতে একটি নামাজের সওয়াব অন্যত্র আদায়কৃত এক হাজার নামাজের সমান। এ কারণে সারা বিশ্ব থেকে লাখো মুসল্লি প্রতিদিন এই দুই মসজিদে আসেন।
বিশ্বজুড়ে মুসলিমদের জন্য এই উপস্থিতি শুধু ইবাদতের নয়, বরং ভ্রাতৃত্ব, শান্তি ও একতার প্রতীক।