আমার সিলেট
আন্তর্জাতিক
১ সেপ্টেম্বর, ২০২৫

ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সমঝোতার দাবি পুতিনের

Md. Shaiduzzaman Sujan
সিলেট
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের সঙ্গে সমঝোতার দাবি পুতিনের

রাশিয়া–ইউক্রেন যুদ্ধ ইস্যুতে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে সমঝোতা হয়েছে বলে জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। তিনি আশাবাদ ব্যক্ত করেছেন, এ সমঝোতা যুদ্ধ অবসানে সহায়ক হবে।

সোমবার (২ সেপ্টেম্বর) চীনের তিয়ানজিনে শুরু হওয়া সাংহাই কো-অপারেশন অর্গানাইজেশন (এসসিও) সম্মেলনে ভাষণ দিতে গিয়ে পুতিন এ মন্তব্য করেন। তিনি বলেন, “ইউক্রেন যুদ্ধ বন্ধে চীন ও ভারত দীর্ঘদিন ধরে নানা উদ্যোগ নিয়েছে। শান্তি প্রচেষ্টায় তাদের ভূমিকা সত্যিই প্রশংসনীয়। সম্প্রতি আলাস্কায় ট্রাম্পের সঙ্গে বৈঠকের সময় এ বিষয়ে কিছু সমঝোতা হয়েছে।”

২০১৪ সালে রাশিয়া ক্রিমিয়া দখল এবং ইউক্রেনের ন্যাটোতে যোগদানের চেষ্টাকে ঘিরে দুই দেশের মধ্যে দীর্ঘ টানাপোড়েন শুরু হয়। ২০২২ সালের ২৪ ফেব্রুয়ারি থেকে ইউক্রেনে রুশ বাহিনীর সামরিক অভিযান চলছে, যা এখনও শেষ হয়নি।

যুদ্ধ শুরুর পর পশ্চিমা দেশগুলো রাশিয়ার ওপর শত শত নিষেধাজ্ঞা আরোপ করে। জাতিসংঘ, তুরস্ক ও বেলারুশসহ বিভিন্ন দেশ শান্তি উদ্যোগ নিলেও সফল হয়নি।

এসসিও সম্মেলনে পুতিন অভিযোগ করেন, ন্যাটোর সম্প্রসারণই এ যুদ্ধের মূল কারণ। তিনি সতর্ক করে বলেন, “পশ্চিমা বিশ্ব যদি এই সম্প্রসারণ বন্ধ না করে, তবে যুদ্ধাবসানও স্থায়ী হবে না।”

সূত্র: রয়টার্স

মতামত (0)