আমার সিলেট
সিলেট
৮ নভেম্বর, ২০২৫

আসল রহস্য কী – লোকাল তথ্যেই কি সন্দেহের তীর ছেলের দিকে? পরিবারের দাবি: “আসাদ সম্পূর্ণ নির্দোষ”

নিজস্ব প্রতিবেদক
সিলেট
৯৭
আসল রহস্য কী – লোকাল তথ্যেই কি সন্দেহের তীর ছেলের দিকে? পরিবারের দাবি: “আসাদ সম্পূর্ণ নির্দোষ”

নগরীর পরিচিত ব্যবসায়ী আব্দুর রাজ্জাকের মৃত্যু মামলায় তার ছেলে আসাদ হোসাইনকে আটক করে রিমান্ডে নেওয়া হলেও এখনও কোনো প্রমাণ পাওয়া যায়নি বলে দাবি করেছে পরিবার। এ ঘটনায় প্রশ্ন তৈরি হয়েছে—কাউকে বাঁচাতে কি ঘটনাকে ভিন্ন পথে ঘোরানো হচ্ছে?

পারিবারিক সূত্র মতে, আসাদ হোসাইন নগরীর একটি প্রতিষ্ঠানের ব্যবসায়ী ও নিজস্ব একটি কনসালটেন্সি ফার্মের মালিক। বাবার প্রতিষ্ঠিত ব্যবসা থাকা সত্ত্বেও তিনি স্বাবলম্বী হওয়ার লক্ষ্যেই নিজ উদ্যোগে ফার্ম চালু করেন এবং কিছুদিন একটি কনসালটেন্সি প্রতিষ্ঠানে চাকরিও করেন।

পরিবার জানায়, বাবা রাজ্জাক সাহেবের মাল্টিপল কান্ট্রি ভিজিট ভিসা ও ২০২৩ সালে পরিবারের সবার উমরাহ সম্পন্ন করানোর দায়িত্বও নেয় আসাদ। জমি বা সম্পত্তি নিয়ে তাদের মধ্যে কোনো বিরোধ ছিল না বলে দাবি পরিবারের। স্থানীয়দের কথায়—বন্ধুমহল বা প্রতিবেশীদের কাছে আসাদের সম্পর্কে কোনো খারাপ রেকর্ড পাওয়া যায়নি।

এলাকার বাসিন্দাদের কথায়, আব্দুর রাজ্জাক ছিলেন পরিচ্ছন্ন ভাবমূর্তির মানুষ। ২০২৪ সালের আন্দোলনের সময় পরিবার তাকে দেশে না ফেরার অনুরোধ করলেও তিনি যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে আসেন। দেশে ফিরেই একটি মামলায় জড়ান এবং পরে ব্রেইন স্ট্রোকে আক্রান্ত হন। ভারতের চিকিৎসা শেষে দেশে ফেরেন।

আসাদের পারিবারিক সূত্রে বলা হয়

“বাবার মৃত্যুর ঘটনায় ছেলেকে আটক করে রিমান্ডে জিজ্ঞাসাবাদ করা হলেও কোনো প্রমাণ পাওয়া যায়নি। তারপরও তাকে কেন আটকে রাখা হয়েছে—পরিবার তা বুঝতে পারছে না।তারা দ্রুত তার নিঃশর্ত মুক্তি চান।

ঘটনাটিকে ঘিরে এলাকায় নানা আলোচনা চলছে। স্থানীয়দের প্রশ্ন—ঘটনার প্রকৃত রহস্য আড়াল করতে কি ইচ্ছাকৃতভাবে ভিন্ন পথে তদন্ত পরিচালিত হচ্ছে? তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পক্ষ থেকে এ বিষয়ে আনুষ্ঠানিক মন্তব্য পাওয়া যায়নি।তারা জানান তদন্ত চলমান।

মতামত (0)