আমার সিলেট
জাতীয়
৩০ নভেম্বর, ২০২৫

আবারো বাড়লো জ্বালানি তেলের দাম

নিজস্ব প্রতিবেদক
ঢাকা
১৪
আবারো বাড়লো জ্বালানি তেলের দাম

বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে সব ধরনের জ্বালানি তেলের দাম লিটারে ২ টাকা করে বাড়িয়েছে সরকার। খবর সিলেটটুডে২৪।

রোববার জ্বালানি মন্ত্রণালয়ের সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে নতুন মূল্য সম্পর্কে জানানো হয়। এদিন রাত ১২টা থেকে এ মূল্য কার্যকর হবে।

নতুন ঘোষণা অনুযায়ী, ডিজেলের বিক্রয়মূল্য প্রতি লিটার ১০২ টাকা থেকে বেড়ে হবে ১০৪ টাকা। ১২২ টাকা লিটারের অকটেন কিনতে হবে ১২৪ টাকায়।

পেট্রোলের দাম ১১৮ টাকা থেকে বেড়ে হয়েছে ১২০ টাকা। ১১৪ টাকার পরিবর্তে কেরোসিনের দাম পড়বে ১১৬ টাকা।

বিশ্ববাজারের সঙ্গে মিল রেখে দেশের বাজারে জ্বালানি তেলের দাম ঠিক করতে ২০২৪ সালের ফেব্রুয়ারি থেকে স্বয়ংক্রিয় পদ্ধতিতে তেলের মূল্য নির্ধারণ চালু করেছে সরকার।

মতামত (0)