আনুশকা শর্মাকে নিয়েও খোঁচা, ফের বিতর্কে ম্রুণাল ঠাকুর

বলিউডে আবারও বিতর্কের কেন্দ্রে অভিনেত্রী ম্রুণাল ঠাকুর। কিছুদিন আগেই বিপাশা বসুকে নিয়ে মন্তব্য করে কটাক্ষের মুখে পড়েছিলেন তিনি। এবার নেটিজেনদের দাবি—আনুশকা শর্মাকে নিয়েও খোঁচা দিলেন ‘সীতা রামাম’-খ্যাত এই অভিনেত্রী।
এক সাক্ষাৎকারে ম্রুণালকে প্রশ্ন করা হয়—কোনও ছবিতে তাকে বাদ দেওয়া হয়েছিল কি না, অথবা তিনি নিজেই কোনও কাজ প্রত্যাখ্যান করেছেন কি না? জবাবে তিনি বলেন,
“এমন বহু ছবি রয়েছে। আবার আমি নিজে প্রস্তুত ছিলাম না বলেই বেশ কিছু ছবির প্রস্তাব ফিরিয়েছি। ছবির নাম নিলে বিতর্ক শুরু হয়ে যাবে।”
এসময় তিনি যোগ করেন,
“একটি সিনেমা সুপারহিট হয়েছিল। ওই ছবির নায়িকার কেরিয়ার এগিয়ে নিতে সেই সিনেমার বড় ভূমিকা ছিল। কিন্তু আমি বুঝেছি, যদি ওই ছবিতে কাজ করতাম, হয়তো হারিয়ে যেতাম। নায়িকা এখন কাজই করছেন না। আমি কিন্তু নিয়মিত কাজ করছি। এটাই আমার জয়।”
নেটিজেনরা মনে করছেন, ম্রুণাল ইঙ্গিত করেছেন আনুশকা শর্মার দিকেই। কারণ সালমান খানের সঙ্গে ‘সুলতান’ ছবিতে প্রথমে ম্রুণালের নাম ভাবা হলেও শেষ পর্যন্ত অভিনয় করেন আনুশকা। আর ছবির পরপরই আনুশকা বড় পর্দা থেকে সরে যান।
তবে ম্রুণালের মন্তব্যে আপত্তি তুলেছেন অনেকেই। এক নেটিজেন লিখেছেন,
“আনুশকা নিজে থেকেই কাজ থেকে বিরতি নিয়েছেন। অন্য মহিলাকে অসম্মান করা একেবারেই উচিত নয়।”
আরেকজনের মন্তব্য, “ম্রুণালের এই বক্তব্য শুধু হীনমন্যতার বহিঃপ্রকাশ।”
বলিউড মহলে তাই এখন নতুন প্রশ্ন—সহঅভিনেত্রীদের নিয়ে বারবার বিতর্কিত মন্তব্য করে কি জনপ্রিয়তার আলোচনায় থাকতে চাইছেন ম্রুণাল ঠাকুর?