আমার সিলেট
জাতীয়
১৭ সেপ্টেম্বর, ২০২৫

আজ সিলেট আসছেন আইন ও পরিবেশ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক
সিলেট
আজ সিলেট আসছেন আইন ও পরিবেশ উপদেষ্টা

আজ বুধবার (১৭ সেপ্টেম্বর) সিলেট আসছেন আইন, বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল এবং পরিবেশ, বন ও জলবায়ু উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান। তারা বিকেলে সিলেটের গ্র্যান্ড সিলেট হোটেলে অনুষ্ঠিত একটি সেমিনারে অংশগ্রহণ করবেন।

আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, আইনগত সহায়তা সম্প্রসারণ ও গতিশীল করার লক্ষ্যে আইনগত সহায়তা প্রদান (সংশোধন) অধ্যাদেশ ২০২৫ জারি করা হয়েছে। এই অধ্যাদেশের তফসিলভূক্ত বিষয়গুলো, যেমন পারিবারিক বিরোধ, পিতামাতার ভরণপোষণ, বাড়ি ভাড়া, অগ্রক্রয়, বন্টন, যৌতুক ইত্যাদি, সংক্রান্ত ১২টি জেলায় মামলাপূর্ব মধ্যস্থতার বাধ্যতামূলক বিধান আগামী ১৮ সেপ্টেম্বর থেকে কার্যকর হতে যাচ্ছে।

এ উপলক্ষ্যে ১৭ সেপ্টেম্বর সিলেটে একটি উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়েছে, যেখানে অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আসিফ নজরুল এবং সৈয়দা রিজওয়ানা হাসান।

এটি আইনগত সহায়তা ব্যবস্থার আরো উন্নতি ও সম্প্রসারণের জন্য একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ বলে মনে করা হচ্ছে।

আইন উপদেষ্টা
পরিবেশ উপদেষ্টা
সিলেট

মতামত (0)