আগামীকাল যে সব এলাকায় বিদ্যুৎ থাকবে না

সংগ্রহীত
উন্নয়ন ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেটের বিভিন্ন এলাকায় নির্দিষ্ট সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিপিডিবি), সিলেট-এর পক্ষ থেকে জারি করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, আগামীকাল (১৮/১২/২৫) তারিখ সকাল ৭ ঘটিকা থেকে বিকাল ৫ ঘটিকা পর্যন্ত ১১ কেভি ধোপাগুল ফিডারের আওতাভুক্ত এলাকায় সাময়িকভাবে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।
জরুরী মেরামত ও সংরক্ষণ কাজ এবং গাছের ডালপালা কর্তনের জন্য বিক্রয় ও বিতরণ বিভাগ-১, বিউবো, সিলেট এর লাক্কাতুরা স্টেডিয়াম ৩৩/১১ কেভি উপকেন্দ্রের আওতাধীন ১১কেভি ধোপাগুল ফিডারের এলাকা সমূহে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। ফিডারের আওতাধীন আবাসিক, বাণিজ্যিক ও অন্যান্য এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। তবে কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে বিদ্যুৎ সরবরাহ পুনরায় চালু করা হতে পারে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।
সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের নিকট কর্তৃপক্ষ দুঃখ প্রকাশ করেছে এবং সবাইকে প্রয়োজনীয় প্রস্তুতি গ্রহণের অনুরোধ জানিয়েছে।
এলাকাসমূহ : ১১কেভি ধোপাগুল ফিডারের আওতাধীন কেওয়াছড়া, হিলুয়াছড়া চা-বাগান,ধোপাগুল, মহালদিক, উমদারপাড়া, আলাইবহর, লিলাপাড়া, দাপনাটিলা, সাহেবের বাজার, কালাগুল, লালবাগ, পীরেরগাঁও, ছালিয়া, রঙ্গিটিলা, সালুটিকর, কলারকল, কাঠকুরি ও তৎসংলগ্ন ।
[সূত্র: নির্বাহী প্রকৌশলী'র দপ্তর বিক্রয় ও বিতরণ বিভাগ-১ বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড, সিলেট।]
