জাতীয়
৩০ ডিসেম্বর, ২০২৫
আগামীকাল বাদ জোহর খালেদা জিয়ার জানাজা, মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
মোঃ তাহমিদ হোসাইন চৌধুরী (প্রতিনিধি)
সিলেট সদর, সিলেট
৫
০

আগামীকাল বাদ জোহর খালেদা জিয়ার জানাজা, মানিক মিয়া অ্যাভিনিউয়ে রাষ্ট্রীয় মর্যাদায় দাফন
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন, আপোষহীন নেত্রী বেগম খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার বাদ জোহর অনুষ্ঠিত হবে। জাতীয় সংসদের দক্ষিণ প্লাজা ও এর সংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে এ জানাজা অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।
দলীয় সূত্র জানায়, জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় বেগম খালেদা জিয়াকে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি ও বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের সমাধির পাশে দাফন করা হবে।
জানাজা ও দাফন উপলক্ষে সর্বস্তরের মানুষকে শৃঙ্খলা বজায় রেখে অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
