আমার সিলেট
অর্থনীতি
১ সেপ্টেম্বর, ২০২৫

আগস্টে রেমিট্যান্স আয় বেড়েছে ৯ শতাংশ

Md. Shaiduzzaman Sujan
সিলেট
আগস্টে রেমিট্যান্স আয় বেড়েছে ৯ শতাংশ

চলতি অর্থবছরের দ্বিতীয় মাস আগস্টে প্রবাসী আয়ে (রেমিট্যান্স) এসেছে ২৪২ কোটি ডলার। যা আগের অর্থবছরের একই মাসের তুলনায় প্রায় ৯ শতাংশ বেশি। তবে জুলাইয়ের তুলনায় আগস্টের আয় কিছুটা কম এবং গত সাত মাসের মধ্যে সর্বনিম্ন।

জুলাইয়ে রেমিট্যান্স এসেছিল ২৪৮ কোটি ডলার। গত বছরের একই মাসে ছাত্র–জনতার আন্দোলনের কারণে দীর্ঘ সময় ব্যাংক বন্ধ থাকায় এবং রেমিট্যান্স পাঠানোয় অনীহা তৈরি হওয়ায় আয় কমে দাঁড়িয়েছিল ১৯১ কোটি ডলারে।

চলতি অর্থবছরের প্রথম দুই মাসে (জুলাই–আগস্ট) মোট রেমিট্যান্স এসেছে ৪৯০ কোটি ডলার। আগের অর্থবছরের একই সময়ে এর পরিমাণ ছিল ৪১৪ কোটি ডলার। অর্থাৎ রেমিট্যান্স বেড়েছে ৭৬ কোটি ডলার, যা ১৮ দশমিক ৪১ শতাংশ প্রবৃদ্ধি।

২০২৪–২৫ অর্থবছরে বৈধ চ্যানেলে রেকর্ড ৩ হাজার ৩৩ কোটি (৩০ দশমিক ৩৩ বিলিয়ন) ডলার প্রবাসী আয় দেশে আসে। আগের অর্থবছরের তুলনায় এটি ৬৪১ কোটি ডলার বা ২৬ দশমিক ৮২ শতাংশ বেশি।

রেমিট্যান্সে ধারাবাহিক উচ্চ প্রবাহ ও রপ্তানি আয়ের উন্নতির কারণে ডলার বাজারে স্থিতিশীলতা ফিরেছে। দীর্ঘদিন ধরে ডলারের দর ১২২ টাকার মধ্যে রয়েছে। একসময় কমে ১১৯ টাকা ৫০ পয়সায় নামলেও পরবর্তীতে কেন্দ্রীয় ব্যাংকের ডলার কেনার কারণে আবার বেড়ে ১২১ টাকার ওপরে ওঠে।

বিগত সরকারের সময়ে বৈদেশিক মুদ্রার রিজার্ভ দ্রুত কমে গিয়েছিল। তবে বর্তমানে রেমিট্যান্স ও রপ্তানি আয়ের ইতিবাচক প্রবাহে রিজার্ভ আবার বাড়ছে। গত বৃহস্পতিবার গ্রস রিজার্ভ দাঁড়ায় ৩১ দশমিক ১৯ বিলিয়ন ডলার, আর বিপিএম–৬ অনুযায়ী রিজার্ভ হয়েছে ২৬ দশমিক ১৯ বিলিয়ন ডলার। সরকার পতনের সময় এ রিজার্ভ নেমে গিয়েছিল ২০ দশমিক ৪৮ বিলিয়ন ডলারে।

দেশের ইতিহাসে সর্বোচ্চ রিজার্ভ ছিল ২০২১ সালের আগস্টে, যা ৪৮ বিলিয়ন ডলারের ঘর ছাড়িয়েছিল।

মতামত (0)