আমার সিলেট
অপরাধ
৪ সেপ্টেম্বর, ২০২৫

অবৈধ টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের দণ্ড, জরিমানা দেড় লাখ টাকা

নুরুল আমিন নাজু (প্রতিনিধি)
সিলেট
অবৈধ টিলা কাটায় ভ্রাম্যমাণ আদালতের দণ্ড, জরিমানা দেড় লাখ টাকা

সিলেটের গোলাপগঞ্জে অবৈধভাবে টিলা কাটার অভিযোগে এক ব্যক্তিকে দেড় লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

জানা গেছে, উপজেলার ৩ নম্বর ফুলবাড়ি ইউনিয়নের ফুলবাড়ি দক্ষিণপাড়া গ্রামের মর্তুজা হাসান দীর্ঘদিন ধরে অবৈধভাবে টিলা কাটছিলেন। এ বিষয়ে স্থানীয়ভাবে অভিযোগ উঠলে বুধবার (৩ সেপ্টেম্বর) বিকালে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মিলটন চন্দ্র পাল নিজেই অভিযান পরিচালনা করেন।

অভিযানকালে টিলা কাটার প্রমাণ মেলে। পরে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে মর্তুজা হাসানকে ১ লাখ ৫০ হাজার টাকা অর্থদণ্ড করা হয়।

এ বিষয়ে গোলাপগঞ্জের ইউএনও মিলটন চন্দ্র পাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) সকালে জানান, পরিবেশের ভারসাম্য রক্ষায় টিলা ও পাহাড় সংরক্ষণ করা জরুরি। অবৈধভাবে টিলা কাটা বন্ধে নিয়মিত অভিযান চালানো হবে এবং কেউ এ ধরনের অপরাধ করলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

মতামত (0)