অধ্যক্ষের আপত্তিকর মেসেজ ফাঁস, কলেজ গেটে ঝুলছে স্ক্রিনশট

নওগাঁ সরকারি কলেজের অধ্যক্ষ অধ্যাপক সামসুল হকের বিরুদ্ধে নারী শিক্ষার্থীদের যৌন হয়রানির অভিযোগ উঠেছে। কলেজছাত্রীদের আপত্তিকর মেসেজ পাঠানো, ব্যক্তিগতভাবে দেখা করার চাপ সৃষ্টি ও অবৈধ সম্পর্কে জড়াতে প্ররোচনার মতো অভিযোগে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা রবিবার (১৪ সেপ্টেম্বর) সকালে কলেজ ফটকের সামনে মানববন্ধন করেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, অধ্যক্ষ সামসুল হক প্রায়ই নারী শিক্ষার্থীদের একান্তে দেখা করার আবদার করতেন। তার প্রস্তাবে সাড়া না দিলে রোভারসহ সাংস্কৃতিক কর্মকাণ্ডে অংশগ্রহণে বাধা দিতেন এবং টিসি দিয়ে কলেজ থেকে বের করে দেওয়ার হুমকি দিতেন।
এ বিষয়ে জানতে সামসুল হকের মোবাইলে একাধিকবার ফোন করলেও তিনি রিসিভ না করায় তার বক্তব্য পাওয়া যায়নি।
পূর্বে একই অভিযোগ
শিক্ষার্থীরা আরও জানান, নওগাঁ সরকারি কলেজে যোগদানের আগে বি এম সি মহিলা কলেজের অধ্যক্ষ থাকাকালেও তিনি একই ধরনের অনৈতিক আচরণ করেছিলেন। সেসময় শিক্ষার্থীদের ফেসবুকে বন্ধুত্বের অনুরোধ পাঠিয়ে স্টোরিতে অশ্লীল মন্তব্য করতেন এবং ওড়না ছাড়া ছবি চাইতেন।
ফেসবুকে ফাঁস হওয়া স্ক্রিনশট
সম্প্রতি সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া বেশ কয়েকটি স্ক্রিনশটে দেখা যায়—
এক শিক্ষার্থীকে সামসুল হক লেখেন, “আরও সুন্দরী ছবি আছে তোমার, ওড়না ছাড়া।”
আরেক জায়গায় তিনি শিক্ষার্থীকে বলেন, “কলেজে দেখেছি তো, সামনেই দেখবো।”
একটি ফেসবুক স্টোরিতে মন্তব্য করে লেখেন, “অতীব চমৎকার।”
আবার এক ছাত্রীকে উদ্দেশ করে প্রশ্ন করেন, “আমি কি তার মধ্যে?” (শিক্ষার্থীর দেওয়া একটি নোটের পরিপ্রেক্ষিতে)।
অন্য এক স্ক্রিনশটে এক ছাত্রীকে উদ্দেশ করে লেখেন, “নতুন বউ সাজে দেখা করলে না? আমি তোমার বিউটি থেকে বঞ্চিত হলাম।”
শিক্ষার্থীদের দাবি
মানববন্ধনে শিক্ষার্থীরা বলেন, “একজন শিক্ষকের মানসিকতা কতটা নোংরা হলে সে ছাত্রীদের এভাবে প্রলুব্ধ করতে পারে? আমরা অবিলম্বে অধ্যক্ষ সামসুল হককে বহিষ্কার করার দাবি জানাচ্ছি।”
