আমার সিলেট
খেলাধুলা
১ সেপ্টেম্বর, ২০২৫

অক্টোবরে হতে যাচ্ছে বিসিবি নির্বাচন

Md. Shaiduzzaman Sujan
সিলেট
অক্টোবরে হতে যাচ্ছে বিসিবি নির্বাচন

অক্টোবরেই বিসিবি নির্বাচন, অংশ নিতে পারেন তামিম ইকবাল

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পর্ষদের নির্বাচন আগামী অক্টোবরের প্রথম সপ্তাহে অনুষ্ঠিত হতে যাচ্ছে। সোমবার সিলেটে পরিচালনা পর্ষদের সভা শেষে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সম্ভাব্য ভোটের দিন হতে পারে ৪ অক্টোবর

সভা শেষে বিসিবির সিনিয়র সহসভাপতি নাজমুল আবেদীন ফাহিম সাংবাদিকদের জানান, ভোটের দিনক্ষণ চূড়ান্ত হয়নি। আগামী সপ্তাহের মধ্যে নির্বাচন কমিশন গঠন করা হবে, এরপরই আনুষ্ঠানিকভাবে নির্বাচনের তারিখ ঘোষণা দেওয়া হবে।

তিনি বলেন, “নির্বাচন কমিশন গঠন হলে কার্যক্রম দ্রুত এগোবে। গঠনতন্ত্রের নির্দেশিকা মেনে সংশ্লিষ্ট ক্লাব ও সংস্থাগুলোকে কাউন্সিলরের নাম পাঠাতে বলা হবে।”

বিসিবি সভাপতি আমিনুল ইসলাম বুলবুলকে নির্বাচন কমিশন গঠনের দায়িত্ব দেওয়া হয়েছে। একজন বিচারপতি, একজন পুলিশ কর্মকর্তা এবং জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) একজন প্রতিনিধি কমিশনে অন্তর্ভুক্ত থাকবেন।

বর্তমান নিয়ম অনুযায়ী, বিসিবি নির্বাচনে কাউন্সিলরদের ভোটে তিন ক্যাটেগরিতে মোট ২৩ জন পরিচালক নির্বাচিত হন। এর মধ্যে ক্লাব ক্যাটেগরি থেকে ১২ জন, বিভাগীয় ক্যাটেগরি থেকে ১০ জন এবং অফিস-শিক্ষাপ্রতিষ্ঠান-সাবেক ক্রিকেটার ক্যাটেগরি থেকে একজন নির্বাচিত হন। এছাড়া এনএসসি মনোনীত আরও দুই পরিচালক বোর্ডে যুক্ত হন।

এবারের নির্বাচনে অংশ নেওয়ার ইঙ্গিত দিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার তামিম ইকবাল। সম্প্রতি তিনি জানিয়েছেন, বিসিবি নির্বাচনে লড়ার সম্ভাবনা রয়েছে।

মতামত (0)